Advertisement
Advertisement
Kashmir terrorist

উপত্যকায় ফের নিরাপত্তা বাহিনীর সাফল্য, ৩ লস্কর জঙ্গিকে নিকেশ করল কাশ্মীর পুলিশ

নিহত জঙ্গিদের মধ্যে একজনের বিরুদ্ধে কাশ্মীরি পণ্ডিত খুনের অভিযোগ রয়েছে।

3 LeT terrorist killed at Kashmir | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:December 20, 2022 8:52 am
  • Updated:December 20, 2022 8:52 am  

মাসুদ আহমেদ, শ্রীনগর: জঙ্গি দমনে আবারও সাফল্য পেল কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সকালেই কাশ্মীরের শোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে খতম করে কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, এলাকায় নজরদারি চালানোর সময়ে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা আক্রমণেই মৃত্যু হয় তিন জঙ্গির।

কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর বেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জঙ্গিরা। শোপিয়ানের মুঞ্ঝ মার্গ এলাকায় প্রায় ঘণ্টা দুয়েক গুলির লড়াই চলার পরে তিন জনের মৃত্যু হয়। মৃত তিনজনই লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। অন্য দু’জনের মধ্যে এক লস্কর জঙ্গির নাম লতিফ লোন। মাস দুয়েক আগে পুরাণ কৃষ্ণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 

[আরও পড়ুন: তাওয়াং সংঘর্ষের পরেই সীমান্তে বিপুল অস্ত্র মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহ চিত্র]

উমর নাজির নামে অপর এক জঙ্গির বিরুদ্ধেও নেপালের তিল বাহাদুর থাপাকে খুন করার অভিযোগ রয়েছে। তবে তৃতীয় জঙ্গির পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পুলিশের। আরও জানা গিয়েছে, মৃত তিন জঙ্গির কাছ থেকে একে ৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করা হয়েছে। আশেপাশে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারেই বলেই পুলিশের অনুমান। অন্তত তিন জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে। আপাতত এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে কাশ্মীর পুলিশ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাশ্মীরে এক লস্কর জঙ্গি নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কাশ্মীরের প্রশাসন। আবদুল রশিদ ওরফে জাহাঙ্গির নামে পলাতক এই জঙ্গি নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন স্থানে ঘুরে সন্ত্রাসমূলক ষড়যন্ত্র করে চলেছে বলে জানা গিয়েছে।উপত্যকার ডোডা জেলার খানপুরা গ্রামে রয়েছে ওই জঙ্গির বাড়ি। শনিবার সেই বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেই লস্কর জঙ্গিদের ডেরা খুঁজে বের করে সফল অভিযান চালাল পুলিশ। 

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার মিলবে মাত্র ৫০০ টাকায়! বড় ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement