Advertisement
Advertisement
Bihar

বিহারে সেনার অনুশীলনে চরম বিপত্তি, কামানের গোলা ছিটকে মৃত্যু ৩ গ্রামবাসীর

আশঙ্কাজনক আরও ২ গ্রামবাসী।

3 Killed In Gaya District of Bihar After Mortar Shell Falls Outside Army Firing Range | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:March 8, 2023 8:12 pm
  • Updated:March 8, 2023 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার অনুশীলনে চরম বিপত্তি বিহারে (Bihar)। আচমকা একটি কামানের গোলা শুটিং রেঞ্জ পেরিয়ে গিয়ে পড়ে পার্শ্ববর্তী গ্রামে। সেই সময় মাঠে কাজ করছিলেন বেশ কয়েকজন গ্রামবাসী। গোলার আঘাতে তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গয়া জেলার (Gaya District) বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রামে ঘটেছে দুর্ঘটনা। ওই গ্রামের পাশেই রয়েছে সেনাছাউনি। অন্য দিনের মতোই বুধবার সকালে সেখানে কামানের গোলা ছোড়ার অনুশীলন চলছিল। আচমকা একটি গোলা কোনও ভাবে গ্রামের দিকে ছুটে যায়। সেই সময় খেতে কাজ করছিলেন বেশ কয়েকজন। তাঁদের খুব কাছে গিয়ে পড়ে গোলা এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। যে ৭ জন বিস্ফোরণস্থলের কাছাকাছি কাজ করছিলেন, তাঁরা প্রত্যেকেই আহত হন। দ্রত তাঁদের নিকটবর্তী অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে ১ মহিলা-সহ ৩ জনের মৃত্যু হয়।

Advertisement

[আরও পড়ুন: এজেন্সির ‘বাড়াবাড়ি’ নিয়ে মোদিকে চিঠি, কংগ্রেসকে ছেড়ে মমতা-কেজরিওয়ালদের পাশে স্ট্যালিনও’]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনার কামানের গোলার আঘাতে আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের মধ্যে ২ মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটিকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা তৈরি হওয়ায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

[আরও পড়ুন: রিল বানানোর নেশায় বেপরোয়া বাইকআরোহী, দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement