Advertisement
Advertisement
Maharashtra

সেতু থেকে ছিটকে ছুটন্ত মালগাড়ির উপরে পড়ল গাড়ি, ভোরের মুম্বইয়ে দুর্ঘটনায় মৃত ৩

গাড়ির আঘাতে লাইনচ্যুত মালগাড়ির একাধিক বগি।

3 Killed As Car Falls Onto Moving Goods Train In Maharashtra | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:November 8, 2023 11:01 am
  • Updated:November 8, 2023 11:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে (Mumbai) ভয়াবহ দুর্ঘটনা। সেতুর উপর দিয়ে যাচ্ছিল একটি গাড়ি, একই সময় নিচের রেললাইন দিয়ে ছুটছিল একটি মালগাড়ি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর উপর থেকে ছুটন্ত মালগাড়ির উপর আছড়ে পড়ে গাড়িটি। বুধবার ভোরের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। অন্যদিকে গাড়ির আঘাতে মালগাড়ির কয়েকটি বগি লাইচ্যুত হয়েছে বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিনাভালির কাছে একটি সেতুতে ওই দুর্ঘটনা ঘটে ভোর-রাত সাড়ে তিনটে থেকে ৪টের মধ্যে। মুম্বই-পনভেল রোড ধরে নেরালের দিকে যাচ্ছিল গাড়িটি। অন্যদিকে মালগাড়িটি পনভেলের দিক থেকে রায়গড় জেলার কারজাতের উদ্দেশে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এর পরই সেটি সেতুর উপর থেকে আছড়ে পড়ে চলন্ত মালগাড়ির উপরে। এর ফলেই মৃত্যু হয়েছে ধর্মানন্দ গাইকড় (৪১), তাঁর দুই তুতো ভাই মঙ্গেশ যাদব (৪৬) এবং নীতিন যাদবের (৪৮)।

Advertisement

[আরও পড়ুন: ‘পুরুষরা রোজ রাতে করে…’, বিধানসভায় নীতীশের মন্তব্যে বিতর্কের ঝড়, উঠল ক্ষমা চাওয়ার দাবি]

দুর্ঘটনার জেরে ৩টে ৪৩মিনিট থেকে বুধবার সকাল ৭টা ৩২মিনিট পর্যন্ত রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে। অন্যদিক ওই লাইন দিয়ে যাওয়ার কথা ১৭৩১৭ হুব্বল্লি-দাদার এক্সপ্রেস ট্রেনটির রুট বদলানো হয়। ঘটনার খবর পেয়েই পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারা। ঠিক কী কারণে সেতু থেকে একেবারে মালগাড়ির উপর আছড়ে পড়ল গাড়িটি তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: খয়রাতির ঢল, ভোটমুখী মধ্যপ্রদেশে লক্ষ্মীর অকাল বোধন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement