Advertisement
Advertisement

টোল পোস্টে পরপর গাড়িতে ধাক্কা, মুম্বইয়ের দুর্ঘটনায় মৃত ৩, আহত ৬

আটক করা হয়েছে ঘাতক গাড়ির চালককে।

3 killed and six injured in Mumbai accident | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 10, 2023 9:43 am
  • Updated:November 10, 2023 9:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা-ওরলি সি লিঙ্কে। অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আহত আরও ৬ জন। বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এসইউভি অন্য গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করতে আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে ঘাতক এসইউভি। আটক করা হয়েছে এসইউভির চালককে।

জানা গিয়েছে, টোল পোস্টের মাত্র ১০০ মিটার দূরেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সওয়া দশটা নাগাদ একটি টয়োটা ইনোভা গাড়ি এসে ধাক্কা মারে মার্সিডিজ গাড়িতে। তার পরেই ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। গতি বাড়িয়ে পালাতে গিয়ে টোল পোস্টে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেকটি গাড়িই। 

Advertisement

[আরও পড়ুন: সম্পর্কে চিড় ধরতেই প্রেমিকার অশ্লীল ছবি সোশাল মিডিয়ায়! বিহার থেকে গ্রেপ্তার যুবক]

পুলিশ সূত্রে খবর, প্রত্যেক গাড়ির যাত্রীরাই আহত হয়েছেন। প্রথমে শোনা গিয়েছিল আহতের সংখ্যা ৯। তার মধ্যে থেকেই তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা ও এক পুরুষ। এখনও ছয় জন আহত চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছে পুলিশ। ঘাতক গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন। আপাতত তাঁকে আটক করে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

[আরও পড়ুন: সাতসকালে হাওড়ার ফোরশোর রোডের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন]

যদিও কী কারণে একের পর এক গাড়িতে ধাক্কা মারল ইনোভা গাড়িটি, তা এখনও জানা যায়নি। ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement