Advertisement
Advertisement

Breaking News

Raipur PM Modi

ছত্তিশগড়ে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত তিন, আশঙ্কাজনক ৬

মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

3 killed, 6 injured on the way to attend PM Modi rally in Raipur | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 7, 2023 12:52 pm
  • Updated:July 7, 2023 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু পথেই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও ছ’জন। তার মধ্যে আশঙ্কাজনক বিজেপির (BJP) দুই মণ্ডল সভাপতি। ছত্তিশগড়ের (Chattisgarh) রায়পুরের মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। যদিও এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার রায়পুরের (Raipur) সায়েন্স কলেজের মাঠে জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেই সভায় যোগ দিতে একটি বাসে চেপে রওনা দিয়েছিলেন ৪০ জন। অম্বিকাপুর থেকে বাস ছাড়ার সময়েই প্রবল বৃষ্টি হচ্ছিল বলে জানা গিয়েছে। বেশ খানিকটা পথ এগনোর পরেই একটি ট্রাকে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। দুমড়ে মুচড়ে যাওয়ার বাসে থাকা যাত্রীদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বৃষ্টির কারণেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পাননি বাসের চালক। তাই সোজা গিয়ে ট্রাকে ধাক্কা মারে বাসটি।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি দেবী]

দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন বাসের চালক আক্রম রাজা ও দুই বিজেপি সমর্থক। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ছ’জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের মধ্যে বিজেপির দু’জন মণ্ডল সভাপতির অবস্থা আশঙ্কাজনক। লিলু গুপ্তা ও বিশ্বম্ভর যাদব নামে দুই বিজেপি নেতাকে পরে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভয়াবহ পথ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে যাদের মৃত্যু হয়েছে, প্রত্যেকের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রশাসনকে বিশেষ নির্দেশিকাও দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের পাশে আছি আমরা।” 

[আরও পড়ুন: সারদা ও নারদা মামলায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত, দিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় CBI]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub