সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে পিলভিটে খতম ৩ খলিস্তানি জঙ্গি। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি একে৪৭, পিস্তল-সহ বিপুল পরিমাণ কার্তুজ। জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশের ওয়ান্টেড লিস্টে থাকা এই তিন জঙ্গির নাম গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং ও জশপ্রীত। কিছুদিন আগে পাঞ্জাবের গুরুদাসপুরে পুলিশ চৌকিতে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল এই তিন জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৩ জঙ্গির বয়স ১৮ থেকে ২৩-এর মধ্যে। এরা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন খলিস্তান কমান্ডো ফোর্সের সদস্য। গত বুধবার পাঞ্জাবের গুরুদাসপুরে এক পুলিশ ফাঁড়িতে হামলা চলে। সেই হামলার দায় স্বীকার করে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছিল এই সংগঠন। গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবের একাধিক পুলিশ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত এই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তদন্তে জানা যায়, অভিযুক্তরা উত্তরপ্রদেশে ঘাঁটি গেড়েছে। সেই মতো যোগীর পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার অভিযানে নামে পাঞ্জাব পুলিশ। পিলভিটে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলাকালীন পুলিশকে দেখে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালায় পুলিশও। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তিনজনের।
এই অভিযান প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার বলেন, পাঞ্জাব পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল এই তিন খলিস্তানি জঙ্গি পিলভিটে ঘাঁটি গেড়েছে। সেইমতো, এখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। পিলভিটের পুলিশ সুপার অবিনাশ পান্ডের নেতৃত্বে দুই রাজ্যের পুলিশের তরফে যৌথ অভিযান অভিযান চালানো হয়। এই অভিযানেই মৃত্যু হয়েছে ওই তিন দাগি অপরাধীর। মৃত জঙ্গিদের কাছ থেকে দুটি একে৪৭, দুটি পিস্তল-সহ বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছি আমরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.