Advertisement
Advertisement

দেশজুড়ে ব্যাপক ধরপাকড়, পুলিশের জালে ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি

বড়সড় নাশকতার ছক বানচাল৷

3 ISIS terrorists nabbed in nationwide anti-terror op
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 20, 2017 5:58 am
  • Updated:October 8, 2019 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় নাশকতার ছক বানচাল করল পুলিশ৷ বৃহস্পতিবার, দেশজুড়ে চলা অভিযানে সন্ত্রাসদমন শাখার (এটিএস) হাতে ধরা পড়ল ৩ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গি৷

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিশের এটিএস ও দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল-সহ পাঁচ রাজ্যের পুলিশের দেশ জুড়ে যৌথ অভিযান চালায়৷ দেশের পাঁচ রাজ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লিতে সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে হানা দেয় পুলিশ৷ ওই অভিযানে মুম্বই, লুধিয়ানা ও বিজনোর থেকে তিন আইএস জঙ্গিকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের মধ্যে দু’জনের নাম মুফতি ফায়জান ও তানজির আহমেদ বলে জানা গিয়েছে৷সূত্রের খবর আরও ৬ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ ধৃত জঙ্গিরা দেশজুড়ে নাশকতার ছক কষছিল বলে জানা গিয়েছে৷ এই অভিযান নিরাপত্তাবাহিনীর কাছে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে৷

(ছেলে ‘দেশদ্রোহী’, জঙ্গি সইফুল্লাহর লাশ নিতে অস্বীকার বাবার)

সম্প্রতি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি উত্তরপ্রদেশে পুলিশের কাছে একটি সতর্কবার্তা পাঠায়৷ সেখানে বলা হয়েছিল, পাক সমর্থিত জঙ্গি সংগঠনগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার ছক কষছে৷ গোয়েন্দারা আরও জানিয়েছিল, লন্ডনে জঙ্গিদের একটি গোপন বৈঠকে ওই ষড়যন্ত্র করা হয়েছে৷

[ফের শিরোনামে গায়কোয়াড়, এবার পুলিশের উর্দি খোলার হুমকি শিব সেনা সাংসদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement