Advertisement
Advertisement
Puri

পুরীর জগন্নাথ মন্দির সংলগ্ন শপিংমলে অগ্নিকাণ্ড, আহত ৩, সরানো হল পর্যটকদের

১৪০ জন পর্যটককে উদ্ধার করেন দমকল কর্মীরা।

3 injured in major fire at a Puri shopping complex | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 9, 2023 3:27 pm
  • Updated:March 9, 2023 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়বাহ অগ্নিকাণ্ড জগন্নাথধাম পুরীতে (Puri)। মন্দির চত্বরেরও কাছেই ভিড় এলাকায় লক্ষ্মী কমপ্লেস্ক মার্কেট নামের জামাকাপড়ের একটি শপিংমলে আগুন লাগে। ঘটনার সময় সেখানে ছিলেন বহু পর্যটক। যদিও দমকল কর্মীরা পর্যটকদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে একটানা ১২ ঘণ্টার অগ্নিগ্রাসে ওই শপিংমল লাগোয়া ৪০টি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে ৩ জন আগুনে পুড়ে আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ আগুন লাগে গ্র্যান্ড রোডের মারীচিকোট চকের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে। এরপর আগুন ছড়িয়ে পড়ে আশাপাশের দোকানগুলিতে। ওই সময় ভিড় বাজার চত্বরে ছিলেন বহু পর্যটক। দমকলকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভানোর পাশাপাশি ১৪০ জন পর্যটককে দ্রুত এলাকা থেকে সরিয়ে দেন দমকল কর্মীরা। যদিও বৃহস্পতিবার সকাল অবধি কালো ধোয়ায় ঢাকা ছিল গোটা চত্বর। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে ৪০টি দোকান ভস্মীভূত হয়েছে। ৩ জন আহত হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: নারী দিবসের বিজ্ঞাপনে হিন্দুদের অপমান! ভারত ম্যাট্রিমনিকে বয়কটের ডাক নেটদুনিয়ায়]

ঝুঁকি নিয়ে পর্যটকদের এলাকা থেকে সরানোর পাশাপাশি ওই চত্বর থাকা গ্যাস সিলিন্ডারগুলিকে নিরাপদ দূরত্বে সরান দমকল কর্মীরা। উল্লেখ্য, পুরী বরাবর বাঙালির পছন্দের পর্যটনস্থল। ভরা বসন্তে ওড়িশার (Odisha) সৈকত শহরে বেড়াতে গিয়েছেন অনেকেই। মন্দির চত্বরে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। তবে প্রশাসন আশ্বস্ত করেছে, আগুন নেভানোর জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাটকদের বিপদের আশঙ্কা নেই।

[আরও পড়ুন: চূড়ান্ত আত্মকেন্দ্রিক! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোদির সংবর্ধনা নিয়ে তোপ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement