সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় (Haryana) অস্বস্তিতে নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার। তিন নির্দল বিধায়ক বিজেপি সরকারের (BJP Government) থেকে সমর্থন তুল নিলেন। লোকসভা ভোটে কংগ্রেসকে (Congress) সমর্থনের কথা ঘোষণা করলেন তাঁরা। রাহুল গান্ধীর দলের হয়ে ভোটের প্রচারেও নামতে চলেছেন ওই তিন বিধায়ক। এদিয়ে গেরুয়া শিবির বিপাকে পড়তেই রাষ্ট্রপতি শাসনের দাবি তুলল বিরোধী দল কংগ্রেস।
লোকসভা ভোটের মধ্যে শিবির বদল করলেন নির্দল বিধায়ক সোম্বির সাংওয়ান, রনধীর গোল্লেন এবং ধরমপাল গোন্ডের। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং প্রদেশ কংগ্রস প্রধান উদয় ভানের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন তিন বিধায়ক। গোন্ডের বলেন, আমরা সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছি। আমরা কংগ্রেসকে সমর্থন দিচ্ছি। কৃষকদের সঙ্গে যা হচ্ছে সেই ইস্যু-সহ একাধিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।
একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে অসন্তুষ্ট তিন বিধায়ক। সেই কারণেই শিবির বদল। এদিকে কংগ্রেসের দাবি, ম্যাজিক ফিগার হারিয়েছে বিজেপি। অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে রাজ্য। বিজেপি আগেই জেজেপির সমর্থন হারিয়েছে। এবার নির্দলরাও সমর্থন তুলে নিল। এর ফলে ৮৮ আসনের হরিয়ানা বিধানসভায় সংকটে বিজেপি। গেরুয়া বিধায়কের সংখ্যা ৪০। এই অবস্থায় পদত্যাগ করতে হবে নবাব সিং সাইনিকে। পালটা প্রতিক্রিয়ায় হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, কিছু লোককে খুশি করছে কংগ্রেস। জনতার সঙ্গে যোগ নেই ওদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.