Advertisement
Advertisement

Breaking News

Jammu and Kashmir

কাশ্মীরের হোটেলে উদ্ধার ৩ যুবকের দেহ, তীব্র শীতে হিটার চলায় দমবন্ধ হয়ে মৃত্যু?

কাশ্মীরের ডোডা জেলায় ভাদেরওয়াহরের হোটেলের ঘটনা।

3 found dead in Jammu and Kashmir guest house
Published by: Kishore Ghosh
  • Posted:January 2, 2025 5:51 pm
  • Updated:January 2, 2025 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের হোটেলের ঘর থেকে উদ্ধার ৩ যুবকের দেহ। ঘুরতে গিয়ে বেঘোরে প্রাণ গেলো ওই যুবকদের। দেহ উদ্ধার করতে গিয়ে হোটেলর ঘর থেকে কয়লা চালিত হিটার উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হিটার চলায় ঘরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। এর ফলেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন জনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের ডোডা জেলায় ভাদেরওয়াহরের হোটেলের ঘটনা। মৃত মুকেশ, আশুতোষ এবং সানি চৌধুরী জম্মুর বাসিন্দা। সম্প্রতি জম্মুর থানায় স্থানীয় এক ব্যক্তি নিজের ভাইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। এরপরেই খোঁজ চালায় পুলিশ।

Advertisement

শেষ পর্যন্ত হোটেলের বাইরে রাখা স্কুটার দেখে পুলিশের সন্দেহ হয় এখানেই রয়েছেন নিখোঁজ যুবক। হোটেলের কর্মীরা জানান, সেখানে দুই বন্ধুর সঙ্গে উঠেছিলেন ওই ব্যক্তি। এদিন সকালে ধাক্কা দেওয়া হলেও তাঁরা দরজা খোলেনি। পুলিশ দরজা ভেঙে তিন যুবকের নিথর দেহ উদ্ধার করে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ডোডা পুলিশের সিনিয়র সুপার সন্দীপ মেহতা জানান, মনে করা হচ্ছে হিটার চালিয়ে ঘুমোনোয় ঘরে অক্সিজেনের মাত্রা কমে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement