Advertisement
Advertisement

Breaking News

Jaipur Earthquake

মাত্র আধঘণ্টায় তিনবার! পরপর ভূমিকম্পে কেঁপে উঠল জয়পুর, আতঙ্কিত সাধারণ মানুষ

ভূমিকম্প হয়েছে মণিপুরেও।.

3 earthquakes within half an hour in Jaipur, quake in Manipur also | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 21, 2023 10:25 am
  • Updated:July 21, 2023 10:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র আধ ঘণ্টার মধ্যেই তিনবার কেঁপে উঠল জয়পুর। শুক্রবার ভোর চারটে নাগাদ প্রথমবার রাজস্থানের শহরটিতে ভূমিকম্প টের পাওয়া যায়। তারপর ৩০ মিনিটের ব্যবধানে আরও দু’বার কেঁপে ওঠে জয়পুর (Jaipur)। ঘুমের মধ্যেই কম্পন টের পেয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উদ্বিগ্ন হয়ে টুইট করেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া (Vasundhara Raje Scindhia)। অন্যদিকে, শুক্রবার ভূমিকম্প হয়েছে মণিপুরেও। সেখানেও অবশ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

শুক্রবার ভোর চারটে ১০ নাগাদ প্রথমবার ভূমিকম্প (Jaipur Earthquake) হয় জয়পুরে। জানা গিয়েছে, মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরেই ছিল কম্পনের উৎসস্থল। ৪.৪ রিখটার স্কেলে প্রথমবার কম্পনের সময়েই রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। ঘরবাড়ি কেঁপে ওঠার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, ভোর ৪টে ২৫এর মধ্যেই ফের ৩.১ ও ৩.৪ রিখটার স্কেলে দু’বার কম্পন হয় জয়পুরে।

Advertisement

[আরও পড়ুন: জটিল রোগাক্রান্ত শিশুর মৃত্যুর পর লিভার দান, নবজন্ম আরেকজনের]

তবে তিনবার ভূমিকম্প হওয়ার পরেও ক্ষয়ক্ষতির খবর মেলেনি জয়পুরে। বিকাশ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “খুব তীব্র ভূমিকম্প হয়েছে। ঘুম ভেঙে যায় আমার গোটা পরিবারের। বেশ খানিকক্ষণ ধরে কম্পন চলে। তবে কেউ হতাহত হননি।” ভূমিকম্পের খবর পেয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া বলেন, “জয়পুর-সহ রাজ্যের নানা জায়গায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। আশা করি সকলে সুস্থ আছেন।”

একই সঙ্গে শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠেছে মণিপুরও। সকাল পাঁচটার সময়ে ৩.৫ মাত্রায় কম্পন হয়েছে বলে জানা গিয়েছে। উখরুল এলাকায় মাটি থেকে মাত্র ২০ কিলোমিটার নীচে কম্পনের উৎসস্থল। তবে সেখানেও কারও হতাহতের খবর মেলেনি।

[আরও পড়ুন: ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরির দোরগোড়ায় বিরাট, দ্বিতীয় টেস্টে দাপট রোহিতদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement