ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই পথের মধ্যে এসে দাঁড়িয়েছে গরু। তাকে বাঁচাতে গিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হল রাজস্থানের (Rajasthan) একটি পরিবার। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই পরিবারের তিন সদস্য। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। উল্লেখ্য, গত কয়েকদিনে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে।
জানা গিয়েছে, গাড়িতে চেপে আহমেদাবাদ (Ahmedabad) থেকে হরিদ্বার যাচ্ছিলেন একটি পরিবারের সদস্যরা। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল তাঁদের গাড়ি। সেই সময়েই বিপত্তি। পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে ছুটতে থাকা গাড়ির সামনে এসে পড়ে একটি গরু। কোনওমতে ব্রেক কষে তাকে বাঁচান গাড়ির চালক। হাইওয়ের মধ্যেই গাড়িটি থেমে যায়।
সেই সময়েই পিছনদিক থেকে একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও দুজন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। তাদের উদ্যোগেই আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
মৃতদের পরিবারের এক সদস্য নীলা মাকওয়ানা জানান, তাঁর মায়ের শেষকৃত্য করতেই গাড়িতে চেপে হরিদ্বার যাচ্ছিলেন সকলে। নীলার কথায়, “আমরা সকলে মিলে হরিদ্বার (Haridwar) যাচ্ছিলাম মায়ের শেষকৃত্যের জন্য। সেই সময়েই একটা ট্রাক এসে ধাক্কা মারে আমাদের গাড়িতে। ঘটনাস্থলেই আমার ভাই, বউদি, কাকুর মৃত্যু হয়। আমার বোন আর ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক।” ঘটনাস্থলে থাকা পুলিশ আধিকারিক জওয়ান সিং জানান, স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.