সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার! এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। জানা গিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন কপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন পোরবন্দরে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) ধ্রুবের প্রশিক্ষণ চলছিল। কিন্তু হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে। এদিকে, বিপদ বুঝে আগেই কপ্টার থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন পাইলট। কিন্তু প্রাণরক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রাণ হারান আরও দুজন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের দ্রুত উদ্ধার করে সিভিল হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। কিন্তু কেন কপ্টারটি ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
#UPDATE | As per inputs, there were three personnel including two pilots in the chopper. All three have lost their lives in the incident: ICG Officials https://t.co/XyM9Hatola
— ANI (@ANI) January 5, 2025
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল উপকূলরক্ষী বাহিনীর ‘এএলএইচ এমকে-III’ হেলিকপ্টার। মৃত্যু হয় দুই পাইলট-সহ মোট তিন জনের। তবে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। ২০২৩ সালেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্ট গার্ড মিলিয়ে ভারতের হাতে রয়েছে মোট ৩২৫টি ALH ধ্রুব হেলিকপ্টার। প্রতিনিয়ত এই সবগুলোরই যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা চলে। ফলে ফের আজকের এই দুর্ঘটনায় প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ নিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.