Advertisement
Advertisement
Uttarakhand

কেদারনাথে প্রবল বৃষ্টিতে পাথর গড়িয়ে পড়ে ৩ জনের মৃত্যু! আহত ২

দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

3 dead as boulders hit Kedarnath
Published by: Biswadip Dey
  • Posted:July 21, 2024 12:13 pm
  • Updated:July 21, 2024 12:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) কেদারনাথে বড় দুর্ঘটনা। প্রবল বৃষ্টিতে বড় পাথর গড়িয়ে এসে ধাক্কা মারায় ৩ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত দুই। গৌরী কুণ্ডের কাছেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দ্রুত উদ্ধারকারী দল সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি জানিয়েছেন, নিয়মিত তিনি যোগাযোগ রেখে চলেছেন উদ্ধারকারী দলের সঙ্গে।

তাঁকে এক্স হ্যান্ডলে লিখতে দেখা গিয়েছে, ‘কেদারনাথের (Kedarnath) যাত্রাপথে পাহাড় থেকে ভারী পাথর পড়ার কারণে কয়েকজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।। এই খবর অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। আধিকারিকদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রয়েছে আমার। দুর্ঘটনায় আহতদের অবিলম্বে দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর নিহতদের আত্মাকে শান্তি দিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অসীম শোক সহ্য করার শক্তি দিন।’

Advertisement

[আরও পড়ুন: একুশের সমাবেশে কীভাবে যান নিয়ন্ত্রণ, জেনে নিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা]

উল্লেখ্য, গত ১৯ জুলাই তনকপুর চম্বাওয়াত জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় ধস নামার ফলে। তার পরই শুরু হয় বৃষ্টি। এর আগে ১০ জুলাই বদ্রিনাথ হাইওয়েতেও ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি যোশীমঠের কাছের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছিল ধস নামায়। গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাতের কথা জানা গিয়েছে। সেই কারণে বদ্রীনাথের বহু রাস্তায় ধসের কারণে যানবাহনের যাতায়াত ব্যাহত হয়েছে।

[আরও পড়ুন: একুশের সমাবেশে বড় চমক, মমতার সঙ্গে মঞ্চে থাকছেন অখিলেশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement