সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ এলাকার হোটেল গ্যালাক্সিতে বিধ্বংসী আগুন। রবিবার দুপুরে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। অগ্নিদগ্ধ হয়ে জখম কমপক্ষে পাঁচ জন। দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও হোটেলের ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ আগুন লাগে সান্তাক্রুজের হোটেল গ্যালাক্সিতে। খবর পাওয়া পাত্র দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকলের বাহিনীর এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এখনও পর্যন্ত আট জনকে উদ্ধার করে নিকটবর্তী কুপার হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, শনিবার তামিলনাড়ুতে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে দুটি কামরায়। ওই ঘটনায় প্রাণ গিয়েছে আট জনের। মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ে। রেল সূত্রের খবর, আইআরসিটিসির (IRCTC) বিশেষ ট্রেন ভারত গৌরব এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই বিশেষ ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। ওই বিশেষ ট্রেনে উত্তরপ্রদেশের বহু তীর্থযাত্রী ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.