সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দের গাফলতির জেরে বেঘোরে প্রাণ গেল শিশুর। ছত্তিশগড়ে নিকাশি নালার কাছে একটি জল ভর্তি গর্তে পড়ে যায় তিনটি শিশু। তার মধ্যে ৭ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃতীয় শিশুটি সুস্থ আছে বলেই জানা গিয়েছে।
মৃত শিশুর পরিবার অভিযোগ করেছে, গর্ত বুজিয়ে দেওয়া হয়নি বলেই দুর্ঘটনা ঘটে গেল। সময় মতো ময়নাতদন্ত হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। দ্রুত শেষকৃত্যে সম্পন্ন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জনতা। রায়পুর পশ্চিমের প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিকাশ উপধ্যায় দাবি করেন, মৃত ও আহত শিশুর পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি।
ভারতের একধিক রাজ্যে গর্তের ফাঁদে পড়ে শিশুমৃত্যুর ঘটনা নতুন না। অনেক ক্ষেত্রে পুলিশ ও দমকল বাহিনী অভিযান চালিয়ে শিশুদের জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করে। গত ৮ এপ্রিল ত্রিপুরার গন্ডাছড়া মহকুমার জাপান পাড়ায় জল ভর্তি গর্তে পড়ে মৃত্যু হয়েছিল দেড় বছরের একটি শিশুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.