সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) রাজস্থানের (Rajasthan) রাজধানী জয়পুরে। একটি তেল কারখানায় আগুন লেগে মৃত্যু হল ৪ জনের। মৃতদের মধ্যে ৩ জনই শিশু। তাদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। তাদের বাঁচাতে চেষ্টা করেছিলেন কারখানার মালিকের ভাগ্নে। কিন্তু শেষ পর্যন্ত আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মারা যান তিনিও। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
ঠিক কী হয়েছিল? জয়পুরের ওই কারখানায় তারপিন তেল তৈরি হত। রবিবার আচমকাই আগুন লেগে যায় কারখানায়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বহু কর্মী। রাতারাতি সেখানে থেকে পালিয়ে বাঁচতে দৌড়তে শুরু করেন অনেকে। পরিস্থিতি এমন দাঁড়ায়, পদপিষ্ট হওয়ার আশঙ্কাও ছিল।
তবে সেখান থেকে বেরোতে পারেনি হতভাগ্য ওই তিন শিশু- দিব্যা (২), গরিমা (৩), অঙ্কুশ (৫)। তবে তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল রমেশ আর্য ওরফে কালু। সে দ্রুত ভিতরে ঢুকে শিশুগুলিকে উদ্ধার করে বাইরে আনার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আগুনের লেলিহান শিখাকে অতিক্রম করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। সকলেই জীবন্ত দগ্ধ হয়ে মারা যান।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয়ে গিয়েছিল দমকল। আগুন নেভাতে তাদের প্রায় চার ঘণ্টা সময় লাগে। পরে ধ্বংসস্তূপ থেকে মৃতদের দেহগুলি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ওই কারখানায় বহু শ্রমিক কাজ করতেন। তাঁদের পরিবার, এমনকী শিশুরাও সেখানে উপস্থিত ছিল। তাই আগুন লাগার ফলে এমন ভয়ংকর ঘটনা ঘটে গেল। কারখানাটি প্রায় পুরোই ধুলিসাৎ হয়ে গিয়েছে আগুনের ছোবলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.