সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনটি চার চাকার গাড়ি বেপাত্তা হওয়ার পর থেকে জঙ্গি হামলার সতর্কতা জারি হল রাজধানী দিল্লিতে৷ দিল্লি পুলিশ ও পাঞ্জাব পুলিশ জঙ্গি হামলার আশঙ্কাপ্রকাশ করে বৃহত্তর দিল্লি ও চণ্ডীগড়ে যে কোনও সময় জঙ্গি হামলা হতে পারে বলে মঙ্গলবার সতর্কতা জারি করেছে৷ তিনটি গাড়ি নিখোঁজ হয়েছে পাঞ্জাব থেকে৷ গাড়ি তিনটির হদিশ পেতে দিল্লি ও আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে দিল্লি ও পাঞ্জাব পুলিশ৷
আশঙ্কা করা হচ্ছে, বিস্ফোরক বোঝাই করে টাইমার ডিভাইস দিয়ে সক্রিয় করে গাড়িগুলিকে কোনও জনবহুল জায়গায় পার্কিং করা হবে৷ তারপর বিস্ফোরণ ঘটানো হবে৷ তবে গাড়িগুলি কোথা থেকে কীভাবে চুরি গিয়েছে, তা পুলিশ তদন্তের স্বার্থে গোপন রেখেছে৷
অন্যদিকে, পাঞ্জাব পুলিশ জানিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তের অনেকগুলি গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি লাগানোর কাজ দ্রুত শেষ করা হবে৷ নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করতেই এই উদ্যোগ৷ ৭৫ লক্ষ টাকা খরচ করে গুরুদাসপুর, বাটালা, পাঠানকোটে বেশ কয়েকটি জায়গায় আগামী দু-তিন মাসের মধ্যে সিসিটিভি বসানোর কাজ শেষ হবে৷
অন্যদিকে, গুজরাতের একটি পণ্যবাহী জাহাজ থেকে এক সিরীয় নাগরিকের উধাও হওয়ায় রাজ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.