Advertisement
Advertisement
COVID vaccine

১৮ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে করোনা টিকা, ঘোষণা তিন বিজেপি শাসিত রাজ্যের

এদিকে কেরলও একই ঘোষণা করেছে।

3 BJP-ruled state announced free Covid-19 vaccination for all adults | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 21, 2021 2:03 pm
  • Updated:April 21, 2021 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে কোভিড (Corona virus) টিকা (COVID vaccine) দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। এবার তিন বিজেপি  শাসিত রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হল তাদের রাজ্যে টিকা নিতে ১৮ বছরের বেশি বয়সিদের কোনও খরচ লাগবে না।  আজই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়ে দিয়েছেন, তাঁর রাজ্যে সকলকে বিনামূল্যেই টিকা দেওয়া হবে। তাঁর নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন এই খবর জানিয়ে টুইট করেন যোগী আদিত্যনাথ। শেষে তিনি লেখেন, ‘‘করোনা হারবে, ভারত জিতবে।’’

ইতিমধ্যেই করোনাকে রুখতে সপ্তাহান্তে লকডাউনের মতো পদক্ষেপ করেছে যোগী সরকার। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে রোজই নাইট কারফিউ তো আছেই। মঙ্গলবার রাতে যোগী সরকারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্ক বাসিন্দাকেই বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টি ঠিক হয়। ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে কোভিড টিকা (COVID vaccine) দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় সেই বৈঠকে। মন্ত্রিসভার তরফে এপ্রসঙ্গে জানানো হয়েছে, ‘‘প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কোভিডের মোকাবিলা করতে সাহায্য করবে। বিপুল পরিমাণে টিকাকরণ হলে তা করোনা ভাইরাসকে হারানোর কাজে আসবে।’’

Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৯৫ হাজার, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর হার]

প্রসঙ্গত, কেবল উত্তরপ্রদেশই নয়, একই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকারও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে সকলকে জানিয়েছেন, অসমের ১৮ থেকে ৪৫ বছরের সব বাসিন্দাকে করোনা টিকা দেওয়া হবে। একই ভাবে মধ্যপ্রদেশ সরকারও ১৮ বছরের বেশি বয়সিদের নিখরচায় টিকা দেওয়ার ঘোষণা করেছে। বুধবারই এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভা। এছাড়াও কেরল সরকারও জানিয়ে দিয়েছে, সেখানে বিনামূল্যেই সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া হবে।

করোনার বিরুদ্ধে লড়াই যে ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, তা ফের প্রমাণিত স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টার হিসেব বলছে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের দিকে এগিয়ে গিয়েছে। মঙ্গলবার দেশে ২ লক্ষ ৯৫ হাজার ৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহারও। এই ভয়াবহ পরিস্থিতিতে গত সোমবারই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, এপ্রিল শেষ হলেই দেশের ১৮ বছরের বেশি সমস্ত নাগরিকই টিকা (COVID vaccine) নিতে পারবেন। এই মুহূর্তে অনূর্ধ্ব ৪৫ বছরের দেশবাসীকে টিকা দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন, প্রয়াত কবি শঙ্খ ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement