গ্রাফিক্স: অরিত্র দেব।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইআইটি-বিএইচইউ (IIT-BHU) ছাত্রীর গণধর্ষণের ঘটনায় শনিবার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল বারাণসী (Varanasi) পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। অভিযুক্তদের গ্রেপ্তারির পরেই সোশাল মিডিয়ায় বিজেপিকে তোপ দাগলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি দাবি করলেন, অভিযুক্তরা বিজেপির (BJP) লোক।
গত ২ নভেম্বর রাতে আইআইটি-বিএইচইউ-র এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছাত্রী এক বন্ধুর সঙ্গে হস্টেল থেকে বেরোচ্ছিলেন, তখনই তাঁর পথ আটকায় একটি বাইকে থাকা তিন যুবক। অভিযুক্তরা জোর করে ক্যাম্পাসের অন্ধকারে কোণে নিয়ে যান তরুণীকে। এর পর তাঁকে নগ্ন করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আপত্তিকর মুহূর্তের ছবি ও ভিডিও তোলা হয়।
ওই ঘটনাতেই প্রায় দুমাস পর তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল বারাণসী পুলিশ। ধৃতরা হলেন কুশল পাণ্ডে, আনন্দ আলিয়াস অভিষেক চৌহান এবং সকাশাম প্যাটেল। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজনৈতিক ডামাডোলও শুরু হয়েছে যোগীরাজ্যে। অখিলেশ যাদবের দাবি, অভিযুক্তরা বিজেপির লোক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.