Advertisement
Advertisement
Gangrape

আবার সেই দিল্লি, এবার হাসপাতালের পার্কিং লটে গণধর্ষিতা রোগীর আত্মীয়া

গ্রেপ্তার হাসপাতালের এক নিরাপত্তারক্ষী ও দুই বাউন্সার।

Bengali news: 3 arrested for raping 30-year-old woman in parking lot of Delhi hospital | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 3, 2020 1:40 pm
  • Updated:November 3, 2020 1:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গণধর্ষণ দেশের রাজধানীতে। এবার এক রোগীর আত্মীয়াকে দিল্লির (Delhi) হাসপাতাল চত্বরেই গণধর্ষণ করল নিরাপত্তা কর্মীরা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লির রোহিনী (Rohini Area) এলাকার পুলিশ।

নির্যাতিতার এক আত্মীয় রোহিনী এলাকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকর হাসপাতালে ভরতি রয়েছেন। ৩০ অক্টোবর রাতে সেই আত্মীয়কে দেখতে হাসপাতালে এসেছিলেন তিনি। সেই রাতে হাসপাতালেই থেকে গিয়েছিলেন ওই বছর তিরিশের মহিলা। রোগীর আত্মীয়াদের থাকার যে ব্যবস্থা রয়েছে সেখানেই তিনি থাকছিলেন বলে খবর। রাত ১২টা নাগাদ হাসপাতালের নিরাপত্তাকর্মী ও দুই বাউন্সার এসে আচমকাই তাঁর উপর চড়াও হয়। মহিলার পরিচয় জানতে চায় তারা। তিনি কেন ওই বিল্ডিংয়ে রয়েছেন তাও জানতে চাওয়া হয়। স্বাভাবিকভাবে আচমকা জিজ্ঞাসাবাদের জেরে ভয় পেয়ে গিয়েছিলেন ওই মহিলা। পরিচয়পত্র ভেরিফিকেশনের অজুহাতে তিনজনে ওই মহিলাকে নিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন : বিহারে ফের ক্ষমতায় আসছে NDA, দ্বিতীয় দফার ভোটের দিনই ঘোষণা প্রধানমন্ত্রীর]

পুলিশকে অভিযোগকারীনি জানিয়েছেন, ভেরিফিকেশনের অজুহাতে তাঁকে হাসপাতালের পার্কিং লট চত্বরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই তাঁর উপর নারকীয় শারীরিক অত্যাচার (Gang Rape) করা হয়। ঘটনা সম্পর্কে কাউকে কিছু জানালে জানে মেরে ফেলারও হুমকি তারা দিয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা।

অভিযোগ পেয়ে আর দেরি করেনি পুলিশ। মঙ্গলবার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর হাসপাতালের নিরাপত্তা কর্মী। বাকি দুজন ওই হাসপাতালেরই প্রাক্তন বাউন্সার বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম মণীশ, প্রবীণ তিওয়ারি ও কানওয়ার পাল। দিল্লিতে একের পর এক ধর্ষণের ঘটনায় দেশের রাজধানীতেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

[আরও পড়ুন : এবার রাজ্যসভাতেও সেঞ্চুরি করল NDA! ইতিহাসের সর্বনিম্ন আসনে নেমে গেল কংগ্রেস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement