Advertisement
Advertisement

Breaking News

Noida

স্ত্রীর সঙ্গে পরকীয়ার ‘শাস্তি’, প্রৌঢ়কে গলার নলি কেটে হত্যা করলেন যুবক!

মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

3 Arrested For Killing Noida Contractor Over Alleged Affair | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:November 1, 2023 2:10 pm
  • Updated:November 1, 2023 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ডায় (Noida) প্রৌঢ়কে গলা কেটে খুন। পরকীয়া সম্পর্কের জেরে নিজের বাড়িতেই খুন হয়েছেন ওই ব্যক্তি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় এক মহিলা-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৫৭ বছর বয়সী শশী শর্মা পেশায় কন্ট্রাক্টর। ২০২১ সাল থেকেই খুনে অভিযুক্ত ভারত চৌহানের সঙ্গে পরিচিত। এক সময় তাঁরা পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। এক সময় ভারতের স্ত্রী এবং শশীর পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসে যায়। উভয়কে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন ভরত। এই নিয়ে তুমুল অশান্তি হয়। এর পর বাড়ি বদল করেন ভরত। যদিও সম্প্রতি ভরত জানতে পারেন, শশী এখনও তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। এই বিষয়ে স্ত্রীকে চেপে ধরলে তিনি ক্ষমা চান ভারতের কাছে। এর পরেই শশী চৌহানকে খুনের ছক কষেন ভরত।

Advertisement

[আরও পড়ুন: ফের জ্বালানি জ্বালা, একলাফে অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]

সেই মতো গত রবিবার শশীর বাড়িতে হাজির হন ভরত। সঙ্গে ছিলেন স্ত্রী এবং বন্ধু রাজা তিওয়ারি। স্ত্রীর সঙ্গে সম্পর্কের ঘটনার মীমাংশার অজুহাতে দেখা করেন তাঁরা। আলোচনার মধ্যে বচসা শুরু হয়। এক সময় মেজাজ হারিয়ে ভরতের স্ত্রীকে চড় মারেন শশী। এর পরেই ভরত এবং রাজা দুজনে মিলে শশীকে গলার নলি কেটে হত্যা করেন বলে অভিযোগ। এই ঘটনায় তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: ফের জ্বালানি জ্বালা, একলাফে অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement