সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিশেষ সিবিআই আদালত টুজি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, কানিমোঝি-সহ ১৭ অভিযুক্তকে বেকসুর খালাস করায় প্রবল উৎসাহিত কংগ্রেস ও ডিএমকে৷ যদিও সিবিআই আদালতের এই নির্দেশকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার মনে করিয়ে দেন, ২০১২-তে সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের টুজি পলিসিকে দুর্নীতিগ্রস্ত ও অসৎ বলে উল্লেখ করেছিল৷
The fact that the policy caused loss is clear form the fact that the subsequent auctions got a much higher price: Arun Jaitley #2GScamVerdict pic.twitter.com/ztKVQM9ZCg
— ANI (@ANI) December 21, 2017
I am sure that the investigative agencies will have a close look at it (the judgement & acquittal of accused) & decide what has to be done: Arun Jaitley #2GScamVerdict pic.twitter.com/VLNeiVUDuo
— ANI (@ANI) December 21, 2017
আদালত তার নির্দেশে এদিন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও সাক্ষ্যপ্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে সিবিআই৷ বিচারক ওপি সাইনি বলেন, ‘আমার বলতে কোনও দ্বিধা নেই যে সিবিআই এই মামলায় উপযুক্ত নথি-প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে৷’ কংগ্রেস-সহ ডিএমকে নেতৃত্ব এই রায়ে অক্সিজেন পেয়েছে৷ কিন্তু কংগ্রেসকে এই নিয়ে জমি ছাড়তে নারাজ বিজেপি৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে টুজি কেলেঙ্কারিকে অন্যতম হাতিয়ার করে বিজেপি৷ কিন্তু আদালত তার রায়ে এদিন জানিয়ে দিল, টুজি স্পেকট্রাম বণ্টন নিয়ে কোনও দুর্নীতি হয়নি৷ জেটলি হুঁশিয়ারি দিয়েছেন, কংগ্রেস যেন এই রায়কে ‘ব্যাজ অফ অনার’ হিসাবে না নেয়৷ তিনি বলেন, ‘২০১২-র ফেব্রুয়ারিতে শীর্ষ আদালত টুজি নীতিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিল৷’
Each & every case of spectrum allocation was quashed by SC (in 2012) as arbitrary & unfair, the policy was quashed as unfair & intended to cause loss to GoI & the govt was directed to have a fresh policy by which an auction would take place: Arun Jaitley #2GScamVerdict pic.twitter.com/d9PLPckdmk
— ANI (@ANI) December 21, 2017
জেটলির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবশালীদের মধ্যে টুজি স্পেকট্রাম বিলিয়ে দেওয়া হয়৷ আগে এলে আগে পাওয়া যাবে এই নীতিতে স্পেকট্রাম বণ্টনের কথা ঘোষণা করা হলেও আগে থেকেই ঠিক করা ছিল কাদের এই স্পেকট্রাম দেওয়া হবে৷ জেটলির মন্তব্য, ‘বেনিযমের অভিযোগে সুপ্রিম কোর্ট পুরনো নীতি বাতিল করে কেন্দ্রকে নতুন করে অনলাইনে নিলামের নির্দেশ দেয়৷’ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আদালতের এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের স্বারস্থ হতে চলেছে সিবিআই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.