Advertisement
Advertisement

2G কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মনমোহন, রায়কে স্বাগত কংগ্রেসের

আদালতের রায়ে খুশির হাওয়া কংগ্রেসের পালে৷

2G verdict: Cong-DMK hails judgement
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2017 7:36 am
  • Updated:December 21, 2017 8:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে সিবিআইয়ের  বিশেষ আদালতে টুজি কেলেঙ্কারির রায়ে প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, কানিমোঝি-সহ ১৭ অভিযুক্তকে বেকসুর খালাস করেছে৷ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তিনি বলেন, ‘বিচারের বাণী শুনিয়েছে আদালত৷’ ইউপিএ ২-এর জমানায় এই কেলেঙ্কারির জেরে মনমোহনের ভাবমূর্তি প্রভাবিত হয়৷ কিন্তু আদালত আজ সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে দেওয়ায় স্বস্তিতে মনমোহন৷ তিনি বলছেন, ‘তৎকালীন ইউপিএ সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করতে মিথ্যা প্রচার চালানো হয়৷’

[অভিযোগ প্রমাণে ব্যর্থ সিবিআই, 2G কেলেঙ্কারিতে রেহাই রাজা-কানিমোঝির]

টাইম ম্যাগাজিন একদা যে কেলেঙ্কারিকে ক্ষমতার অপব্যবহারের নিরিখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুর্নীতি বলে উল্লেখ করে, সেই মামলাতেই আজ প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস করে জানিয়েছে, সিবিআই এই মামলায় উপযুক্ত প্রমাণ দাখিলে ব্যর্থ৷ ক্যাগ রিপোর্ট মোতাবেক, ১.৭৬ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয় টুজি স্পেকট্রাম বণ্টনে৷ তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজা এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত ছিলেন৷ কিন্তু আজ আদালতের রায়ে স্বস্তিতে তিনিও৷ কংগ্রেস আদালতের এই রায়কে হাতিয়ার করে বিজেপিকে বেকায়দায় ফেলতে নেমে পড়েছে৷ তাদের দাবি, ইউপিএ টু সরকারের সমালোচনাকারীদের ক্ষমা চাইতে হবে৷ কংগ্রেস নেতা কপিল সিব্বল জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংসদেও সরব হবেন তাঁরা৷

[টিভিতে কন্ডোমের বিজ্ঞাপন নয় কেন, কেন্দ্রের কাছে জবাব তলব হাই কোর্টের]

অন্যদিকে, পি চিদম্বরম জানিয়েছেন, তৎকালীন সরকারের বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করেছিলেন, তাঁদের কোনও দাবিই যে সত্য নয়, সেটা আজ প্রমাণিত হয়ে গেল৷ ২০১৪ লোকসভা নির্বাচনে মনমোহন সিং সরকারের বিরুদ্ধে টুজি কেলেঙ্কারি নিয়েই সবচেয়ে বেশি সরব হয় বিজেপি৷ নির্বাচনের ফলে ভরাডুবি হয় কংগ্রেসের৷ চিদম্বরমের বক্তব্য, ‘আমাদের সরকারের অন্দরে যে কোনও দুর্নীতি হয়নি, সেটা আজ আদালতের রায়ে স্পষ্ট হয়ে গেল৷’ প্রমাণিত হয়ে গেল যে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার হয়েছিল৷’ এই রায়ে খুশি ডিএমকে-ও৷ দলের বর্ষীয়ান নেতা দুরাই মুরুগন বলছেন, ‘আমাদের জয়যাত্রা শুরু হল আজ থেকে৷’ ২০০৮-এ বাজারমূল্যের চেয়ে কম দামে টেলিকম পারমিট বিলির অভিযোগ ওঠে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement