Advertisement
Advertisement

Breaking News

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ

প্রশ্নের মুখে হাসপাতালের পরিষেবা৷

29-newborn-baby-die-in-madhya-pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 3:29 pm
  • Updated:July 22, 2018 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে ২৯টি সদ্যোজাতের মৃত্যু৷ মৃতদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যোজাতগুলির মৃত্যু হয়েছে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ তাদের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সদ্যোজাতগুলিকে৷ বাঁচার কোনও সম্ভাবনাও ছিল না তাদের৷ তা সত্ত্বেও হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভরতি নিয়ে চেষ্টা করা হয়৷ কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা৷ মারা গিয়েছে প্রত্যেকেই৷

[শিশুমৃত্যুর অভিযোগে কাঠগড়ায় টাটা মেডিক্যাল কলেজ, শাস্তির দাবিতে সরব পরিবার]

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুনা জেলা হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু হয়েছে৷ শেষ এক সপ্তাহে ৬টি শিশু মারা যায়৷ হাসপাতালের আরও এক চিকিৎসায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ‘‘২১ জুলাই পর্যন্ত ২৯টি শিশুর মৃত্যু এমন কোনও বড় সংখ্যা নয়৷ কারণ শেষ তিন মাসে হাসপাতালে ৯৪৮ জন সদ্যোজাতর মধ্যে মাত্র ১১৮ জন শিশু মারা গিয়েছে৷ এর আগে এপ্রিল মাসে ২৬ জন, মে মাসে ৪৩ জন ও জুন মাসে ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে৷’’ তাঁর আরও দাবি, ওই শিশুদের গুরুতর অবস্থায় নিয়ে আসা হয়েছিল৷ তারা চিকিৎসার সময়টুকুও পায়নি৷ অনেকের বাঁচার কোনও সম্ভাবনা ছিল না৷ তবে এত শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে৷

Advertisement

[গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’ চিকিৎসক কাফিল খান]

গুনা হাসপাতালের একজন চিকিৎসক যখন দোষারোপ খণ্ডন করতে ব্যস্ত, তখন আরও এক চিকিৎসকের বয়ানে মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ সম্প্রতি হাসপাতালেরই এক চিকিৎসক শিশুমৃত্যু নিয়ে মুখ খুলেছেন৷ তিনি স্বীকার করে নিয়েছেন, চিকিৎসায় গাফিলতির কারণে এতগুলি শিশুর মৃত্যু হয়েছে৷

[ফের হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু, নির্দেশ তদন্তের]

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মাত্র ২১ দিনে ২৯ জন সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে৷ রাজ্য সরকারের তরফে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement