Advertisement
Advertisement

জানেন কি, রোজ কত নারী পাচার হয় এই দেশে?

দেশে নারীরা এই মুহূর্তে কোনও দিক থেকেই নিরাপদ নন।

280 Women went missing every day in 2015
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2016 5:59 pm
  • Updated:May 23, 2016 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগেশ কুকুনুর-এর ‘লক্ষ্মী’ ছবিটার কথা মনে আছে? নারীপাচার নিয়ে সেই ছবি, যার প্রতিটি ফ্রেম আতঙ্কে স্তব্ধ করে রেখেছিল দর্শককে।
নারীপাচারের বাস্তব ঘটনা নিয়েই ছবিটা বানিয়েছিলেন নাগেশ। ছবির অনেক ঘটনা অনেকেই বাড়াবাড়ি বলে থাকেন। বলেন, এতটা ভায়োলেন্স শুধু দেখা যায় ছবির পর্দাতেই।
বাস্তব কিন্তু তা বলছে না। দেশে নারীরা এই মুহূর্তে কোনও দিক থেকেই নিরাপদ নন।
পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০১৫ সালেই ২ লক্ষের কাছাকাছি নারী পাচার হয়ে গিয়েছেন ভারতে। তার মধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাত্র ১ লক্ষের পরিবারের তরফে। সেই ১ লক্ষের মধ্যেও আবার কেবল হাজার পঞ্চাশেক নারীকে উদ্ধার করতে পেরেছে পুলিশ।
সারা দেশ জুড়েই দেখা যাচ্ছে এই ভয়াবহ ছবি। এক নজরে দেখে নেওয়া যাক ২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের কোন রাজ্যে নারী পাচারের সংখ্যাটা কী রকম!

মহারাষ্ট্র ৩১,৮৫৮ (৬১.৩%)
মধ্য প্রদেশ ২৬,৭০৯ (৭২.৩%)
পশ্চিমবঙ্গ ২৩,৭৮৬ (শতাংশের হিসেব মেলেনি)
দিল্লি ১৫,৪৯৩ (৭২.৪%)
ওড়িশা ১২,৬৭৮ (৯৪.৪%)
কর্নাটক ১০,১৪৫ (৭০.৭%)
গুজরাত ৯,০৩৭ (৭৪.৫%)
তামিলনাড়ু ৮,৯৮৩ (৫৯.৮%)
রাজস্থান ৮,৮৪১ (৭১.৭%)
ছত্তিসগড় ৭,৬৫৭ (৭৭.৫%)
অন্যান্য রাজ্য ৪৪,৭৪২ (শতাংশের হিসেব মেলেনি)

এ ছাড়া সারা দেশের নিরিখে হিসেবটা ১৯৯,৯২৯ (৭৫.৬%) জনের!

Advertisement

প্রসঙ্গত, এই পরিসংখ্যানের তথ্যসূত্র ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। শতাংশের যে হিসেবটা দেখছেন বন্ধনীর মধ্যে, পাচার হওয়ার পর সেই অনুপাতের কোনও খোঁজ মেলেনি।
এখানেই কিন্তু হিসেব শেষ হয়নি। খুব সহজ হিসেব ধরলে পরিসংখ্যান বলছে, রোজ সারা দেশ মিলিয়ে সাকুল্যে ২৮০ জন নারী পাচার হয়ে যাচ্ছেন।
আতঙ্কের ব্যাপার, তাই না?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement