সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার পরই বিরোধীরা এই বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে তোপ দেগেছিল। এর পর রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করেছিলেন, কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে (Union Budget 2024)। মঙ্গলবার ফের এই নিয়ে মুখ খুললেন তিনি। রীতিমতো পরিসংখ্যান তুলে প্রমাণ করলেন ইউপিএ আমলেও বাজেট পেশের সময় সব রাজ্যের নাম নেওয়া হত না। তাহলে কি সেই রাজ্যগুলি তৎকালীন কেন্দ্রীয় সরকারের আনুকূল্য পায়নি বাজেটে, প্রশ্ন নির্মলার।
এদিন বাজেট নিয়ে বিতর্কের সময় নির্মলা বলেন, ”আমি ২০০৪-০৫ সাল থেকে বাজেটের পরিসংখ্যান খতিয়ে দেখেছি। ২০০৪-০৫-এ ১৭টি রাজ্যের নাম নেওয়া হয়নি বাজেট পেশের সময়। ২০০৬-০৬ সালের বাজেটে ১৬টি রাজ্যের নাম নেওয়া হয়নি। ২০০৯ সালে ২৬টি রাজ্যের নাম নেওয়া হয়নি, বিহার ও উত্তরপ্রদেশ-সহ। আমি ইউপিএ সরকারের কাছে জানতে চাই, তখন কি এই রাজ্যগুলির কাছে টাকা পৌঁছয়নি? আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, একটি রাজ্যের নাম নেওয়া হয়নি অর্থ এটা নয় যে তাদের জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। এটা একটা অপপ্রচার।”
প্রসঙ্গত, কংগ্রেস আগেই দাবি করেছিল, এই বাজেট আসলে এনডিএর শরিকদের খুশি করার বাজেট। কংগ্রেস ভোটের আগে যে ন্যায়পত্র ঘোষণা করেছিল, সেখান থেকে অবিকল নকল করা। একই দাবি তৃণমূল (TMC), সমাজবাদী পার্টির (Samajwadi Party) মতো দলগুলিরও। তাদের দাবি, ”আমরা ইন্ডিয়া বাজেট চাই, এনডিএ বাজেট নয়।” আর এই পরিস্থিতিতে বিরোধীদের জবাব দিতে দেখা গিয়েছে অর্থমন্ত্রীকে। এদিন ফের এই ইস্যুতে আক্রমণাত্মক মেজাজেই দেখা গেল তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.