Advertisement
Advertisement
আইএস

আইএস হানার আশঙ্কা, গোয়েন্দাদের নজরে ২৬ সন্দেহভাজন মুসলিম ধর্মগুরু

জেহাদি বক্তব্য পেশের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে৷

26 Islamic preachers in Tamil Nadu, Kerala under watch
Published by: Tanujit Das
  • Posted:May 10, 2019 5:58 pm
  • Updated:May 10, 2019 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় আইএস হানার পর সতর্ক কেরল ও তামিলনাড়ুর গোয়েন্দারা৷ সূত্রের খবর, দুই রাজ্যের প্রায় ২৬ জন সন্দেহভাজন মুসলিম ধর্মগুরুর উপর বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন৷ তাদের সমস্ত গতিবিধির উপর নজর রাখছেন গোয়েন্দারা৷ এরা কখন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন ইত্যাদি সমস্ত বিষয়ে প্রতি মুহূর্তে খবরা-খবর রাখছেন তাঁরা৷

[আরও পড়ুন: অযোধ্যা বিবাদে মধ্যস্থতার সময় বাড়াল সুপ্রিম কোর্ট]

Advertisement

এই দু’রাজ্যের গোয়েন্দাদের বেশ কয়েকজন আধিকারিক জানান, নজরদারির আওতায় থাকা এই ২৬ জন ইসলাম ধর্মগুরুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে উত্তেজক ভাষণ দেওয়ার অভিযোগ উঠেছে৷ রয়েছে, উসকানিমূলক বার্তার মাধ্যমে সমাজে বিষবাষ্প ছড়ানোর অভিযোগও৷ গোয়েন্দা সূত্রে খবর, এরা যুব সমাজকে টার্গেট করছে৷ এবং তাদের মগজ ধোলাই করছে৷ জেহাদকে ধর্মযুদ্ধের আখ্যা দিয়ে, এই ধর্মগুরুরা যুব সমাজকে এতে যুক্ত হতে বলছে৷ এখানেই শেষ নয়, আধিকারিকরা আরও জানিয়েছেন, ইতিমধ্যে কেরল ও তামিলনাড়ুতে একাধিক মাদ্রাসা ও ইসলামিক শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছে এই ধর্মগুরুরা৷ সেখানেই মগজ ধোলাইয়ের কাজ চালাচ্ছে এরা৷ এবং সেখান থেকেই যুবকদের আল-কায়দা ও আইএসে যোগ দেওয়ার জন্য আফগানিস্তান, ইরাক ও ইরানে পাঠানো হচ্ছে৷

[আরও পড়ুন: ছুটি কাটাতে রণতরী ব্যবহার করেননি রাজীব গান্ধী, দাবি প্রাক্তন নৌসেনা প্রধানের ]

শ্রীলঙ্কায় বিস্ফোণের আগে থেকেই দক্ষিণ ভারতের তাদের জাল বিস্তারের খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে৷ গত কয়েক বছরে দক্ষিণ ভারতের বহু যুবকের ইরাক ও ইরানে গিয়ে আইএসে যোগ দেওয়ার খবরও মিলেছে৷ এছাড়া উত্তর ভারতের কাশ্মীর-সহ উত্তরপ্রদেশ, দিল্লিতে অভিযান চালিয়ে বহু আইএস জঙ্গি বা সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এনআইএ৷ এমনকী এই বিস্ফোরণের পরেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নাশকতার হুঁশিয়ারি দিয়েছে আইএস৷ আবারও স্বমহিমায় ক্যামেরার সামনে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে আইএস প্রধান বাগদাদিকেও৷ গোয়েন্দা সূত্রে খবর, শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড তথা আইএস জঙ্গি মৌলভি জাহরান বিন হাসিমও বহুবার ভারতে এসেছে৷ কেরল ও তামিলনাড়ুর এই সন্দেহভাজন ইসলাম ধর্মগুরুদের সঙ্গে পরিচয় ছিল তার৷ ফলে কোনওভাবেই এই ২৬ জন সন্দেহভাজন ধর্মগুরুকে চোখের আড়াল করতে রাজি নন গোয়েন্দা আধিকারিকরা৷ তাঁদের অনুমান, ভারত তথা দক্ষিণ ভারতে নাশকতার কোনও বড় পরিকল্পনা রয়েছে এদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement