সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উড়তা পাঞ্জাব’ নয় এবার থেকে স্লোগান হবে ‘বাড়তা পাঞ্জাব’। পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই ঘোষণা করেছিলেন ভগবন্ত মান (Bhagwant Mann)। বুধবার শপথ নেন তিনি। এবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে ২৫ হাজার সরকারি চাকরির প্রস্তাব পাশ করল ভগবান্ত মানের নেতৃত্বাধীন পাঞ্জাব সরকার।
এই ২৫ হাজার নিয়োগের মধ্যে ১০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে পাঞ্জাব পুলিশে (Punjab Police), বাকি ১৫ হাজার শূন্যপদ পূরণ করা হবে পাঞ্জাব সরকারের অন্যান্য দপ্তরে। এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রীর অফিসের তরফে বিবৃতিতে বলা হয়, “এই ঐতিহাসিক সিদ্ধান্তে চাকরি পাবেন রাজ্যের যুবকরা। স্বচ্ছ এবং মেধা-ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হবে। যার ফলে কর্মসংস্থানের নতুন পথ খুলে যাবে।” বিবৃতিতে আরও বলা হয়, “মোট ২৫ হাজার পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১০ হাজার পাঞ্জাব পুলিশে, বাকি ১৫ হাজার পদ রয়েছে অন্যান্য দপ্তরে। আগামী এক মাসের মধ্যে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
এদিকে মানের মন্ত্রিসভার প্রথম বৈঠকের দিনেই চাপা অসোন্তষের খবর মিলেছে। উল্লেখ্য, শনিবারই ভগবন্ত মান মন্ত্রিসভার ১০ ক্যাবিনেট মন্ত্রী শপথ নিয়েছেন। এঁদের মধ্যে কয়েকজনের নামের সুপারিশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাকিদের নাম দিল্লি থেকে বিবেচিত হয়েছে বলে জানা গিয়েছে। অসন্তোষের কারণ, ক্যাবিনেটে ঠাঁই হয়নি মন্ত্রী হওয়ার দৌড়ে থাকা দ্বিতীয়বারের বেশ কয়েকজন বিধায়কের। এমন কিছু নেতার জায়গা হয়নি, যাঁরা বিধানসভা ভোটে বিপক্ষের হেভিওয়েট নেতাদের হারিয়েছেন। সব মিলিয়ে চাপা ক্ষোভের খবর মিলছে। তবে, তা এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, লোকসভা ভোটে কংগ্রেস ও বিজেপিকে হারিয়ে পাঞ্জাবে অভূতপূর্ব জয় পেয়েছে আরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজ্যের ১১৭টি বিধানসভা আসনের মধ্যে ৯২টি আসনে জয়লাভ করেছে তারা। শুরু থেকেই পাঞ্জাবে আপের মুখ্যমন্ত্রীর মুখ ছিলেন ভগবন্ত মান। বুধবার ভগৎ সিংয়ের জন্মভিটেতে পাঞ্জাবের ১৭তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.