Advertisement
Advertisement
IIT Bombay

চরমে বেকার সমস্যা! আইআইটি বম্বের ২৫% পড়ুয়াই চাকরি পেলেন না ক্যাম্পাসে

দেশের প্রাচীন আইআইটিগুলোর মধ্যে অন্যতম বম্বে আইআইটি।

25% student of IIT Bombay did not get jobs on the campus
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 4, 2024 2:58 pm
  • Updated:September 4, 2024 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অর্থনীতি নিয়ে আশার বাণী শোনাচ্ছে বিশ্বব‌্যাঙ্ক। কিন্তু বাস্তবে তার কতটা প্রতিফলন দেখা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ দেশের এলিট শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বম্বের স্নাতকদের মধ্যেই ২৫ শতাংশ চাকরি পাননি। শুধু তা-ই নয়, বছরে ৪ লক্ষ টাকা বেতনের প‌্যাকেজেই সম্মত হয়েছেন এমন স্নাতকের সংখ‌্যাও কম নয়। 

প্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনা করতে চাওয়া পড়ুয়াদের নিশ্চিতভাবেই স্বপ্নের ক্ষেত্র আইআইটি। দেশের যে কোনও একটি আইআইটিতে আসন পাকা করতে পারলেই উজ্জ্বল ভবিষ‌্যতের হাতছানি। অথচ উলটো ছবি বম্বে আইআইটিতে। দেশের প্রাচীন আইআইটিগুলোর অন‌্যতম বম্বে আইআইটি। সেখানকার পড়ুয়ারা বরাবর শেষপর্বের পরীক্ষা পাস করার আগেই চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছেন। দেশ-বিদেশের প্রথম সারির সংস্থা থেকে ডাক পেয়েছেন তাঁরা। কিন্তু সাম্প্রতিক তথ‌্য বলছে, ক‌্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ‌্যমে এই বছর প্রায় ২৫ শতাংশ পড়ুয়াই চাকরি পাননি।

Advertisement

[আরও পড়ুন: দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলকর্মীরা! সিভিসির পরিসংখ্যানে উঠছে একাধিক প্রশ্ন

গত বছরের তুলনায় চলতি বছরে চাকরি পাওয়ার সংখ‌্যা অনেকটাই কমে গিয়েছে। গত বছর চাকরি পেয়েছিলেন ৮২ শতাংশ পড়ুয়া। এ বছর তা ৭৫ শতাংশে এসে দাঁড়িয়েছে। চাকরির প্রস্তাব পেয়ে গ্রহণ করেছেন ১৪৭৫ জন। এবং তাঁদের বেতনের অঙ্কও মোটেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো নয়। গড়ে বার্ষিক সাড়ে ২৩ লক্ষের প‌্যাকেজে চাকরির অফার গ্রহণ করেছেন অনেকে। তবে বছরে ৪ লক্ষের প‌্যাকেজে চাকরি নিয়েছেন এমন পড়ুয়ার সংখ‌্যাও কম নয়। গত বছর এই অঙ্কটা ছিল ৬ লক্ষ।

দুদফার প্লেসমেন্টের পর এবছর ৭৮ জন স্নাতক বিদেশে চাকরির অফার পেয়ে গ্রহণ করেছেন। এর মধ্যে ২২ জনের বেতন ভারতীয় মুদ্রায় বছরে এক কোটির বেশি। তবে সেই সংখ‌্যাটা নেহাতই হাতে গোনা। কারণ দেশে চাকরি পাওয়াদের মধ্যে প্রায় ৫০ শতাংশ চাকরি পেয়েছেন বহুজাতিক সংস্থায় এবং বাকিরা ভারতীয় সংস্থায়। ফলে রঙিন ভবিষ‌্যতের স্বপ্ন আপাতত দেখতে পাচ্ছেন না আইআইটি বম্বের পড়ুয়ারা। আগামী দিনে কি বদল আসবে? ফিরবে সোনার অতীত? উত্তর দেবে ভবিষ‌্যৎই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement