সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্কের অবসান। মানেসরের করেন্টাইন ক্যাম্প থেকে সুস্থভাবে বাড়ি ফিরছেন ২৪৮ জন। তাদের দেহে করোনার উপস্থিতির লক্ষ্মণ মেলেনি।চিনের ইউহান প্রদেশে আটকে ছিলেন তাঁরা। শেষপর্যন্ত ভারত সরকার দু’টি বোয়িং বিমান পাঠিয়ে তাঁদের দেশে ফিরিয়ে আনে। তারপর থেকে টানা ১৪দিন মানেসরের করেন্টাইন ক্যাম্পে ছিলেন তাঁরা। চলছিল নানা পরীক্ষা-নিরীক্ষা।এদিকে জাপানে আটকে থাকা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে আরও ৮৮জন নতুন করে সংক্রামিত হয়েছেন। যার জেরে আতঙ্ক মাথাচারা দিয়েছে।
88 more people test positive for coronavirus on Diamond Princess cruise ship off Japan, taking total to 542: AFP news agency.
— ANI (@ANI) February 18, 2020
মানেসর ক্যাম্প থেকে ভারতীয়দের বাড়ি ফেরা প্রসঙ্গে মেজর জেনারেল আর দত্ত বলেন, “সকলেই সুস্থ আছেন। তাঁদের একাধিক দলে ভাগ করে রাখা হয়েছিল। একদল চিকিৎসক তাদেক প্রতিদিন পরীক্ষা করে দেখেছে।” আপাতত তাঁরা বাড়ি ফিরছেন বলেই খবর।
Haryana: 248 people who were evacuated from China&quarantined at Manesar Army camp allowed to go home after being tested negative for #Coronavirus. Major General R Datta says, “They were all healthy. We segregated them into different groups. A team of doctors checked them daily”. pic.twitter.com/un15ObloZI
— ANI (@ANI) February 18, 2020
প্রসঙ্গত, আইসোলেশন সেন্টারে পড়ুয়াদের তিনটি দলে বিভক্ত করে পরীক্ষা করে রাখা হয়েছিল। প্রথম দলটিতে ছিলেন, যাদের দেহে লক্ষণ জ্বর বা সর্দি অথবা শ্বাসকষ্টের মতো লক্ষণ মিলেছিল। তাদের তৎক্ষণাৎ দিল্লি ক্যান্টনমেন্টের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। দ্বিতীয় দলে ছিলেন সেই পড়ুয়ারা, যাঁদের মধ্যে রোগের লক্ষণ ছিল না অথচ তাঁরা সিফুড খেয়েছিলেন কিংবা পশু বাজারে গিয়েছিলেন। অথবা গত ১৪ দিনের মধ্যে সংক্রমণের লক্ষণযুক্ত কোনও চিনা ব্যক্তির সংস্পর্শে এসেছেন। তৃতীয় দলে ছিলে্ন, অপেক্ষাকৃত নিরাপদরা। যাঁদের মধ্যে কোনও লক্ষণ নেই কিংবা তাঁরা কোনও সংক্রমণের লক্ষণযুক্ত চিনা ব্যক্তির সংস্পর্শেও আসেননি।তিন দলের সকলেই ত্রিস্তরীয় মাস্ক পরে ছিলেন বলে খবর। ১৪ দিন পরে যাঁদের মধ্যে কোনও লক্ষণ দেখা যাবে না, তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি চলে গেলেও তাঁরা জেলা অথবা রাজ্য স্তরের নজরদারিতে থাকবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.