সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত। ফতিমা খান নামে বছর ২৪-এর এক যুবতীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ইনফরমেশান ও টেকনোলজিতে বিএসসি করেছেন উল্লাসনগরের বাসিন্দা ফতিমা। তাঁর বাবা একজন ফার্নিচার ব্যবসায়ী।
শনিবার সন্ধ্যায় এক অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পায় মুম্বই পুলিশ ট্র্যাফিক কন্ট্রোল। সেখানে বলা হয়, বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে যোগীকে, যদি তিনি দশ দিনের মধ্যে ইস্তফা না দেন। ফোন পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফতিমা খান নামের এক যুবতীর ফোন থেকে এসেছিল এই বার্তা। এর পর মুম্বই পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড ও পুলিশ যৌথভাবে অভিযানে নামে এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় ফতিমা নামের ওই যুবতীকে।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন উপলক্ষে আগামী ২০ নভেম্বর সেখানে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। এহেন ভিভিআইপির নিরাপত্তা দিতে কোমর বেধে মাঠে নেমেছে মুম্বই পুলিশ। তার আগে এহেন হুমকিকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নয় প্রশাসন। অবশ্য ফতিমাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই যুবতী শিক্ষিত হলেও মানসিকভাবে অসুস্থ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁজরা করে দেয় আততায়ীরা। পুলিশ সূত্রের দাবি, শুধু বাবা নন, হত্যাকারীদের টার্গেটে ছিলেন সিদ্দিকির পুত্র বিধায়ক জিশান সিদ্দিকিও। রীতিমতো কপালজোরে রক্ষা পান তিনি। এই খুনের দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। দাবি করা হয়, সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও দাউদ গ্যাংয়ের সঙ্গে যোগ থাকার জেরেই বাবা সিদ্দিকিকে হত্যা করেছে তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.