সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ জন মহিলা পুলিশকর্মী একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিযোগ তুললেন৷ এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে দিল্লিতে৷ এই মহিলারা ঘটনাটি দিল্লি মহিলা কমিশনেও জানিয়েছেন বলে জানা যাচ্ছে৷
একজন মহিলা পুলিশকর্মী অভিযোগ দায়ের করায় সম্পূর্ণ ঘটনাটি সামনে আসে৷ সেই অভিযোগকারিণী বলেন, এই অভিযুক্ত অফিসার বহুদিন ধরেই নানাভাবে তাঁকে হেনস্তা করেছেন৷ তাঁকে একা অফিসেও ডেকে পাঠিয়েছেন৷ তিনি ডিসিপির কাছে অভিযোগ করেছিলেন কিন্তু কড়া পদক্ষেপ না নিয়ে ওই অফিসারকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়৷ তার পর থেকেই আবার নির্যাতন শুরু হয় প্রকাশ্যে৷ ফলে মানসিক অবসাদে ভুগতে থাকেন ওই মহিলা৷ ফের তিনি লিখিত অভিযোগ জানান দিল্লি পুলিশে৷
অভিযোগ দায়ের হওয়ার কথা স্বীকার করেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ দিল্লি পুলিশের মুখপত্র জানিয়েছেন অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে, রিপোর্ট হাতে এলেই তাঁরা পদক্ষেপ নেবেন৷
পাশাপাশি জানা যায় একই বিভাগের আরও ২৩জন মহিলা পুলিশকর্মী যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন ওই একই অফিসারের বিরুদ্ধে৷ তাঁদের সবার বক্তব্য ওই অফিসার তাঁদের গায়ের রং, হাঁটাচলা নিয়ে কুরুচিকর মন্তব্য করতেন৷ শুধু তাই নয়, তাঁদের ভয়ও দেখানো হত যাতে তাঁরা এসবের বিরুদ্ধে মুখ না খোলেন৷ ওই অফিসার তাঁর নিজস্ব কর্মীদের সামনেই প্রকাশ্যে এমন আচরণ করতেন কিন্তু তাঁদের মধ্যে কেউ কখনও এর প্রতিবাদ করেননি৷
এঁদের সবার দাবি অভ্যন্তরীণ তদন্ত শুরু হওয়ার পরেও এই হেনস্তা চলতে থাকে৷ পাঁচ মাস পর যখন ঘটনাটি প্রকাশ্যে আনা হয় তখনই বিষয়টির নিরপেক্ষ তদন্ত শুরু হয়৷
পুলিশ সূত্রের খবর শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত অফিসারকে ডেকে পাঠানো হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.