সংবাদ প্রতদিন ডিজিটাল ডেস্ক: অতিবৃষ্টির বেঙ্গালুরুতে (Bengaluru) বিপর্যস্ত জনজীবন। এবার সেখানে মর্মান্তিক মৃত্যু হল এক তরুণীর। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহরের হোয়াইটফিল্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৩ বছরের ওই তরুণীর। উল্লেখ্য, গত সপ্তাহেই শহরের এই এলাকা জলের তলায় চলে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তেইশের তরুণীর নাম অখিলা। সোমবার রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। শহরের মৌর্য বেকারি এলাকায় জল ভরা রাস্তায় কোনওভাবে তাঁর স্কুটির ভারসাম্য হারায়। হাতের সামনে একটি বিদ্যুতের খুঁটি পেয়ে সেটিকেই আঁকড়ে ধরেন। যেটি আগে থেকেই জলে ভিজে বিদ্যুৎবাহী হয়েছিল। ফলে সেটিকে ছোঁয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হন অখিলা।
অসুস্থ তরুণীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তরুণীর পরিবার অখিলার মৃত্যুর জন্য পুর প্রশাসন ও বেঙ্গালুরু বিদ্যুৎ পর্ষদকে (Bangalore Electricity Supply Company Limited ) দায়ী করেছে। উল্লেখ্য, দক্ষিণের এই শহরে চলতি দুর্যোগে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
এদিকে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকার কারণে স্কুল-কলেজ-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। অফিস যেতে রীতিমতো ঝক্কি সামলাতে হচ্ছে মানুষকে। ট্র্যাক্টরে চেপে অফিসে পৌঁছতে দেখা যায় বহু মানুষকে। রাজ্যের বেশকিছু এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সেখানে বিকল্প উপায়ে পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়ে উদ্বেগ নিচ্ছে প্রশাসন।
অতিবৃষ্টিতে জল জমতেই নানা সমস্যা প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেমন, ৫০০ টি ড্রেনের উপর বেআইনি দখলদারির কারণে নিকাশি ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। কর্ণাটক সরকার জানিয়েছে, বন্যায় রাজ্যের মোট ৪৩০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।অন্যদিকে ২২৫ কিলোমিটার রাস্তা, ব্রিজ, কালভার্ট ও বিদ্যুতের খুঁটি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.