ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ৷ রাজধানী লাকনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর ঔরিয়ায় ট্রাক ও লরির সংঘর্ষে বেঘোরে প্রাণ গেল কম করে ২৩ জন পরিযায়ী শ্রমিকের৷ এঁরা বেশির ভাগই পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ৷ দুর্ঘটনায় আহত অন্তত ১৫ থেকে ২০ জন শ্রমিক৷ আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক৷
The incident took place at around 3:30 am. 23 people have died and around 15-20 have suffered injuries. Most of them are Bihar, Jharkhand and West Bengal: Abhishek Singh, DM Auraiya pic.twitter.com/fLpnPTAYmD
— ANI UP (@ANINewsUP) May 16, 2020
পুলিশ সূত্রে খবর, করোনা আবহে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় এই পরিযায়ী শ্রমিকরা রাজস্থান থেকে ফিরছিলেন৷ বিহার, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। এদিকে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা৷ দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ৷ আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লকডাউন ঘোষিত হওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার চেষ্টা করছেন৷ মাইলের পর মাইল পথ হাঁটছেন৷ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কেউ মারা যাচ্ছেন, আবার কেউ রাস্তায় দুর্ঘটনায়৷
Chief Minister Yogi Adityanath has taken note of the unfortunate incident in Auraiya. He has expressed his deepest condolences to the families of the labourers who lost their lives: Additional Chief Secretary (Home) Awanish Awasthi (1/2) pic.twitter.com/7vElfQBFPU
— ANI UP (@ANINewsUP) May 16, 2020
উল্লেখ্য, চলতি মাসের শুরু দিকেই হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের বাড়িতে ফেরার চেষ্টা করেছিলেন শ্রমিকদের একটি দল। দীর্ঘ পথ হাঁটার পর ক্লান্তির জেরে ভোরের দিকে রেলট্র্যাকের উপরেই তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। তখনই ঘটে যায় বিপত্তি। ঔরঙ্গাবাদের কাছে একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় ১৬ জন পরিযায়ী শ্রমিকের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.