Advertisement
Advertisement

Breaking News

২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে বিক্ষোভের মুখে চিকিৎসকরা

এবার দেখার কর্নাটক সরকার গোটা ঘটনায় কী পদক্ষেপ নেয়৷

2,200 dalit women lose uterus due to doctors' greed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 7, 2017 2:34 pm
  • Updated:February 7, 2017 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালের আগস্টের ঘটনা৷ বিনা কারণে ২২০০ মহিলার জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল চারটি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে৷ একদল দালাল এবং চিকিৎসকের লালসার শিকার হতে হয়েছিল লম্বানি এবং দলিত মহিলাদের৷ সেই ঘটনার তদন্তে নেমেছিল স্বাস্থ্য দপ্তর৷ রিপোর্ট দেখে ওই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারটি হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছিল৷ কিন্তু তাতেও হাসপাতাল বন্ধ হয়নি৷ ঘটনার দু’বছর পরও বহাল তবিয়তে চলেছে হাসপাতালগুলির কাজকর্ম৷ চিকিৎসকরাও দিব্যি রয়েছেন আগের হালেই৷ আর এতেই বিক্ষোভে ফেটে পড়েছেন চক্রান্তের শিকার ওই দলিত মহিলারা৷

(‘সাইকো’ উদয়নকে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত)

সোমবার এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত মহিলা এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে নিয়ে কালাবুরাগি ডেপুটি কমিশনারের দপ্তরের সামনে প্রতিবাদে শামিল হন হাজার হাজার মানুষ৷ তাঁদের পাশে দাঁড়িয়ে অলটারনেটিভ ল ফোরামের সদস্য বিনয় শ্রীনিবাস বলেন, “কম সময়ে বিপুল অর্থ অর্জনের লোভে দলিত ও লম্বানি মহিলাদের টার্গেট করে হাসপাতালগুলি৷ মানবাধিকার লঙ্ঘন করছে এরা৷” এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, কর্নাটকের মেডিক্যাল কাউন্সিল আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ হওয়া উচিত৷ এই হাসপাতাল এবং চিকিৎসকদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা৷

Advertisement

(দাউদের বোনের চরিত্রে প্রথম ঝলকেই চমকে দিলেন শ্রদ্ধা)

সামান্য পেট ব্যথা বা সাদা স্রাবজনিত সমস্যায় নিয়ে কোনও মহিলা হাসপাতালে গেলেই চিকিৎসকরা তাঁদের বোঝাতেন, ক্যান্সারের মতো কঠিন রোগে ভুগছেন তাঁরা৷ এবং তারপরই অস্ত্রোপচার করে তাঁদের জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়া হত৷ বেশির ভাগ মহিলাদেরই বয়স ৪০-এর মধ্যে হত৷ এবার দেখার কর্নাটক সরকার গোটা ঘটনায় কী পদক্ষেপ নেয়৷

(সঙ্গিনীর অর্গ্যাজম কোন উপায়ে, শিখিয়ে দেবে এই ভিডিও)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement