Advertisement
Advertisement

Breaking News

পুজোয় দক্ষিণ ভারত ভ্রমণের জন্য ২২০টি বিশেষ ট্রেন

কয়েক জোড়া ট্রেন ছাড়া বাকি সব ট্রেনই চলবে সাঁতরাগাছি থেকে৷

220 special trains will run on this festive season
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 9:46 am
  • Updated:September 22, 2016 10:38 am  

স্টাফ রিপোর্টার: পুজোর ভিড় এড়াতে এবার দক্ষিণ-পূর্ব রেল ১১০ জোড়া বিশেষ ট্রেন চালাবে৷ দক্ষিণ ভারত ভ্রমণে যেতে যাতে কোনওরকম সমস্যার মধ্যে যাত্রীদের না পড়তে হয় এজন্য এই বিশেষ সুবিধা৷ অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত এই ট্রেনগুলি চলবে৷

কয়েক জোড়া ট্রেন ছাড়া বাকি সব ট্রেনই চলবে সাঁতরাগাছি থেকে৷ সবগুলিই সাপ্তাহিক ট্রেন৷ সাঁতরাগাছি-পুরীর মধ্যে ৮ জোড়া সুপারফাস্ট, ১৩ জোড়া সাধারণ ট্রেন চলবে৷ টাটা থেকে পুরীর মধ্যে চলবে ১৫ জোড়া ট্রেন৷ সাঁতরাগাছি-পুদুচেরির মধ্যে চলবে ১০ জোড়া, সাঁতরাগাছি-এনজেপি ৭ জোড়া, সাঁতরাগাছি-গন্ডিয়া এসি সুপারফাস্ট ৯ জোড়া, সাঁতরাগাছি-পুণে এসি সুপারফাস্ট ৮ জোড়া, সাঁতরাগাছি-জব্বলপুরের মধ্যে একজোড়া, সাঁতরাগাছি-এলটিটিই দু’জোড়া, হাওড়া-তিরুপতির মধ্যে ৭ জোড়া, হাওড়া-চেন্নাইয়ের মধ্যে এসি সুপারফাস্ট ৮ জোড়া, হাওড়া-এর্নাকুলামের মাঝে ৮ জোড়া, টাটা-দুর্গ-এর মাঝে ৯ জোড়া ও টাটা-বিশাখাপত্তনমের মাঝে ৬ জোড়া ট্রেন চলবে৷

Advertisement

বিশেষ এই ট্রেনের টিকিট দেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement