Advertisement
Advertisement

Breaking News

বরকর্তার গুলিতে প্রাণ গেল কনের ভাইয়ের

ঘটনার পরপরই রিভলভার সমেত পলাতক অভিযুক্ত৷

22-Year-Old Amity Student Shot Dead In Celebratory Firing At Sister’s Wedding In UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 3:57 pm
  • Updated:December 11, 2016 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হোটেলের লবিতে আনন্দ, উল্লাস ভালই চলছিল৷ কিন্তু বাদ সাধল যখন হই হই করে হোটেলে এসে পৌঁছল বরপক্ষ৷ আসতে না আসতেই দুমদাম করে শূন্যে গুলি ছুড়ে উল্লাস দেখাচ্ছিল বরপক্ষ৷ তাদের মধ্যেই একজনের রিভলভারের বেমক্কা গুলি ছুটে এসে লাগে কনের ভাইয়ের বুকে৷ সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন ঋষভ গুপ্তা (২২) নামে ওই যুবক৷ হাসপাতালে নিয়ে যেতে যেতেই মৃত্যু হয় তাঁর৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই যুবক অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন৷

সূত্রের খবর, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটে এই ঘটনা৷ মোরাদাবাদের একটি হোটেলই ছিল বিয়ের অনুষ্ঠান৷ সব কিছু ঠিকঠাক চলছিল৷ তারপর বরপক্ষ হোটেলে ঢোকার মুখেই শূন্যে গুলি ছুড়তে শুরু করে৷ নিহত ছাত্রের কাকা ঋষি গুপ্তা জানান, বরকর্তা কমল চৌহানের রিভলভার থেকে ছোড়া গুলি থেকেই মৃত্যু হয় ঋষভের৷ মঝোলা থানায় অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহতের কাকা৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত কমল বরের বাবার গ্যাস এজেন্সির ম্যানেজার৷ ঘটনার পরপরই রিভলভার সমেত পলাতক অভিযুক্ত৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement