Advertisement
Advertisement

Breaking News

দু’দিনে নিকেশ ২৫, বৃহত্তম মাও-দমন অভিযান মহারাষ্ট্রে

বড়সড় সাফল্য যৌথবাহিনীর।

22 Naxals Killed: Two Encounters in Two Days in Gadchiroli
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 24, 2018 4:08 pm
  • Updated:April 24, 2018 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও-দমন অভিযানে এখনও পর্যন্ত সব থেকে বড় সাফল্যের দাবি জানাল মহারাষ্ট্র সরকার৷ টানা দুদিনের অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ২৫ জন মাওবাদীকে নিকেশ করল মহারাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বাহিনী৷ গত দু’দিনের টানা অভিযানের পর আজ সোমবার গড়চিরোলির ইন্দ্রবতী নদীর ধার থেকে উদ্ধার হয় আরও ১১ জন মাওবাদীর দেহ৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্র৷

জানা গিয়েছে, মাওবাদী দমনের লক্ষ্যে গড়চিরোলি পুলিশ মহারাষ্ট্রের তারগাঁও গ্রামে অভিযান শুরু করে৷ পুলিশের কাছে খবর ছিল, তারগাঁও এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কিছু মাওবাদী৷ খবর পেয়েই অভিযানে নামে সি-৬০ নামের একটি বিশেষ দল৷ সি-৬০ মূলত মাও-দমন অভিযানে প্রশিক্ষিত৷ অভিযানে নেমে রবিবার ১৪ জনের একটি মাওবাদী দলকে নিকেশ করে পুলিশ৷ নিহতদের মধ্যে রয়েছে দক্ষিণ গড়চিরোলি ডিভিশনের মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য ও পুলিশের খাতায় দাগী বেশ কয়েক জনের রয়েছে বলে জানা যায়৷

Advertisement

ওই অভিযান সফল হওয়ার পর সোমবার গভীর রাতে ফের অভিযান শুরু হয়৷ কর্নসুর জঙ্গলে প্রায় ৯০ মিনিট পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলতে থাকে৷ পরে আজ, মঙ্গলবার সকালে গড়চিরোলির ইন্দ্রবতী নদীর ধার থেকে উদ্ধার হয় আরও ১১ জন মাওবাদীর দেহ৷ উদ্ধার হয় প্রচুর পরিমাণ অস্ত্র৷

গত দিনের অভিযানে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ সাম্প্রতিক কালে এটাই মহারাষ্ট্র পুলিশের সব থেকে বড় অভিযান বলে অনেকেই মনে করছেন৷ মহারাষ্ট্র পুলিশের ডিজিপি অঙ্কুশ শিণ্ডে জানিয়েছেন, তারগাঁওয়ের কাছে মাও কমান্ডারদের আনাগোনা খবর ছিল পুলিশের কাছে৷ সেই মতো অভিযান শুরু হয়৷ দু’পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে৷ রবিবার ১৪ মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়৷ মৃতদের মধ্যে সিনু ও পেরিমিলিও রয়েছে৷ এর আগে একই অভিযানে দুই শীর্ষ কমান্ডার মারা গিয়েছে৷ পরে সোমবার কর্নসুর জঙ্গলে অভিযান চলে৷ আজ, ইন্দ্রবতী নদীর চর থেকে আরও ১১টি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement