Advertisement
Advertisement

Breaking News

INDIA alliance

‘দেশকে বাঁচাবে ইন্ডিয়া’, চিরাগের দল ছেড়ে বিরোধী জোটে ২২ নেতা, বিহারে বিপাকে এনডিএ

লোকসভা নির্বাচনের টিকিট বিক্রি করেছেন চিরাগ পাসওয়ান, অভিযোগ নেতাদের।

22 leaders quit Chirag Paswan party, will support INDIA alliance

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 4, 2024 12:48 am
  • Updated:April 4, 2024 12:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলেনি লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) টিকিট। বহিরাগতদের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। ক্ষোভে চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) দল ছাড়লেন ২২ নেতা। তাঁদের সাফ দাবি, এবার ইন্ডিয়া জোটকে (INDIA Alliance) সমর্থন করবেন। বুধবার একসঙ্গে দল ছাড়েন লোক জনশক্তি পার্টির ২২ নেতা। উল্লেখ্য, বিহার থেকে প্রচুর আসন পেতে চিরাগকে ধরে রাখার পথে হেঁটেছিল এনডিএ (NDA)।

কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগেই চিরাগের দলে ভাঙন। প্রাক্তন মন্ত্রী রেণু কুশওয়াহা থেকে শুরু করে দলের প্রাক্তন জাতীয় সম্পাদক সতীশ কুমার- সকলেই দল ছাড়েন বুধবার। সবমিলিয়ে ২২ জন নেতা-নেত্রী এদিন চিরাগের দল ছেড়ে বেরিয়ে আসেন। সকলেরই অভিযোগ, লোকসভা নির্বাচনের টিকিট বন্টনে সমস্যা রয়েছে। টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে প্রার্থীদের। উল্লেখ্য, বিহারের ৪০টি আসনের মধ্যে ৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে চিরাগের লোক জনশক্তি পার্টি।

Advertisement

[আরও পড়ুন: বুথকর্মীদের সঙ্গে আলোচনায় বাংলার ভোট হিংসা ও দুর্নীতি নিয়ে সরব মোদি, পালটা দিল তৃণমূল]

দল ছাড়ার পরে ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী রেণু বলেন, “বাইরের লোককে টিকিট না দিয়ে দলীয় কর্মীদের প্রার্থী করা উচিত ছিল। বহিরাগতদের টিকিট দিয়ে প্রমাণ করা হল যে দলে নির্বাচন জেতার মতো লোক নেই। আমরা কি কেবল শ্রমিক শ্রেণি যারা কেবল নেতা তৈরি করব? দলের শ্রমিক হিসাবে তো আমরা কাজ করতে আসিনি।” আরেক দলত্যাগী নেতা রবীন্দ্র সিং বলেন, “আমাদের কঠোর পরিশ্রমের ফলেই বিহারে পাঁচটি আসনে লড়ার সুযোগ পেয়েছেন চিরাগ। কিন্তু পাঁচটি আসনের টিকিট তিনি বিক্রি করে দিলেন।”

বিদ্রোহীদের সাফ কথা, এনডিএ নয় এবার ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন তাঁরা। সতীশ কুমারের কথায়, চিরাগ পাসওয়ানের হাত ধরে নতুন বিহার তৈরির স্বপ্ন দেখেছিলেন বিহারবাসী। কিন্তু প্রার্থী চূড়ান্ত হওয়ার পর তাঁদের স্বপ্ন ভেঙে গেল। এখন দেশকে বাঁচাতে পারে ইন্ডিয়া জোটই। তাই এখন বিরোধী জোটকেই সমর্থন করবেন ২২ নেতা। তবে কোনও দলে কি তাঁরা যোগ দেবেন? উত্তর অজানা।

[আরও পড়ুন: রামের হয়ে ভোট চাইবেন লক্ষ্মণ-সীতা, পদ্মপ্রার্থী অরুণ গোভিলের হয়ে প্রচারে দীপিকা-সুনীলরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement