Advertisement
Advertisement

ভারতে ঢুকেছে ২২ লস্কর জঙ্গি, চার শহরে জঙ্গি হামলার সতর্কতা জারি

ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা৷

22 lashkar terrorist infiltrate India, alert sounded
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2017 7:03 am
  • Updated:May 25, 2017 7:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ হওয়ার পর ক্ষোভে-রাগে ফুঁসছে পাকিস্তান৷ অপমানের বদলা নিতে এবার তৈরি হচ্ছে ইসলামাবাদ৷ কেন্দ্রীয় গোয়েন্দারা লস্কর জঙ্গিদের বেশ কয়েকটি কল ট্র্যাক করে জানতে পেরেছেন, ভারতে ২৬/১১-র ধাঁচে হামলা চালাতে তৈরি হচ্ছে লস্কর-ই-তৈবা৷ মুম্বই, রাজস্থান, পাঞ্জাব-সহ দেশের চারটি গুরুত্বপূর্ণ শহরে লস্করের ফিদায়েঁ জঙ্গিরা হামলা চালাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে৷

[সাহারানপুরে লাগু কারফিউ, স্তব্ধ মোবাইল ইন্টারনেট]

কেন্দ্রীয় গোয়েন্দারা এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে একটি রিপোর্ট পেশ করেছে অতি সম্প্রতি৷ ওই রিপোর্টে বলা হয়েছে, ২০-২২ জন লস্কর জঙ্গিদের একটি দল ইতিমধ্যেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের মাটিতে ঢুকে পড়েছে৷ দেশের অন্তত চারটি বড় শহরে হামলার ছক কষেছে জঙ্গিরা৷ স্বরাষ্ট্রমন্ত্রক এই রিপোর্ট পেয়েই দেশ জুড়ে সমস্ত পুলিশ কর্তা, ক্রাইম ব্রাঞ্চ, সাইবার সেল ও জঙ্গি দমন শাখার আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্র এটিএস (অ্যান্টি টেররিজম স্কোয়াড) রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে৷

Advertisement

[ভারতে হামলার ‘নকল’ ভিডিও প্রকাশ পাকিস্তানের]

গত ১৩ মে মুম্বইয়ে অন্তত ২৬ জন পাক নাগরিক অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছে বলে সতর্ক করেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ ওই নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন আইএসআই চর রয়েছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা৷ মুম্বইয়ের সব হোটেলকে সতর্ক করে পুলিশ জানিয়েছে, সচিত্র পরিচয়পত্র ছাড়া কোনও ব্যক্তিকে যেন থাকতে না দেওয়া হয়৷ খবর রয়েছে, ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্যরা গত বেশ কয়েক মাস ধরে মুম্বই-সহ দেশের অন্যান্য শহরে হামলার ‘রেইকি’ চালাচ্ছে৷ মুজাহিদিনের প্রতিষ্ঠাতা রিয়াজ ভাটকল ও তার দাদা ইকবাল পাক গুপ্তচর সংস্থার আশ্রয়ে করাচিতে নিরাপদে বসে ভারতে মুম্বই হামলার পুনরাবৃত্তি চায় বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা৷

[‘ভারতকে এমন শিক্ষা দেব যে আগামী কয়েক প্রজন্ম মনে রাখবে’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement