Advertisement
Advertisement

Breaking News

রাজস্থানে জিকা ভাইরাসে আক্রান্ত ২২, হাই অ্যালার্ট রাজধানী দিল্লিতেও

রিপোর্ট তলব প্রধানমন্ত্রীর।

22 infected with Zika virus in Rajasthan's Jaipur
Published by: Monishankar Choudhury
  • Posted:October 9, 2018 11:35 am
  • Updated:October 9, 2018 11:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের পর এবার মারণ জিকা ভাইরাসের হানা ভারতে৷ ইতিমধ্যেই জয়পুরে আক্রান্ত ২২ জন৷ সাক্ষাৎ মৃত্যুদূত এই ভাইরাসের হামলায় সতর্কবার্তা জারি করা হয়েছে রাজস্থান ও রাজধানী দিল্লিতেও৷ গোটা বিষয়ে রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

[এবার ধর্ষণের অভিযোগ ‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে]

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজস্থানের জয়পুর শহরে ২২ জনের রক্তে পাওয়া গিয়েছে জিকা ভাইরাস৷ আক্রান্তদের মধ্যে একজন বিহারের সিওয়ান জেলার বাসিন্দা৷ ইতিমধ্যেই মরুরাজ্যের ৩৮টি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ পড়াশোনার জন্য বেশ কিছুদিন ধরে জয়পুরেই ছিলেন আক্রান্ত সিওয়ানের ওই পড়ুয়া৷ কয়েকদিন আগেই বাহারের বাড়ি থেকে শহরে ফিরেছেন তিনি৷ ফলে আপাতত তাঁর পরিবারের লোকজনদের উপরও নজর রাখছে প্রশাসন৷ সংক্রমিত ব্যক্তির থেকে অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে এই ভাইরাস৷ বিপজ্জনক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে রাজস্থান সরকারকে সাহায্য করবে সাত সদস্যের একটি বিশেষ কেন্দ্রীয় দল৷ জিকার মোকাবিলায় ইতিমধ্যেই ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এ একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে৷

জানা গিয়েছে, প্রভাবিত এলাকাগুলি থেকে মশা ও রক্তের নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা৷ পাশাপাশি জিকা টেস্ট কিট বিতরণ করা হচ্ছে৷ এই উপকরণের মাধ্যমে জিকার সংক্রমণ বোঝা যাবে৷ মশাবাহিত এই ভাইরাসটি সন্তানসম্ভবা মহিলাদের জন্য প্রবল আতঙ্কের কারণ৷ এর আক্রমণে প্রাণ যেতে পারে গর্ভস্থ সন্তানের৷ তাই প্রভাবিত এলাকাগুলিতে গর্ভবতী মহিলাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ৮২টি দেশে হানা দিয়েছে মারণ জিকা৷ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই৷ ২০১৬ সালে ব্রাজিলে মহামারী রূপে দেখা দেয় এই মারণ রোগ৷ যদিও ১৯৪৭ সালে প্রথম এই ভাইরাসের সন্ধান পেয়েছিলেন গবেষকরা, তবু এই ভাইরাস যে এমন ভয়াবহ আকার ধারণ করতে পারে, সেই সম্পর্কে বিশেষ ভাবে অবগত ছিলেন না তাঁরা৷ ডেঙ্গুর সঙ্গে জিকার অনেকটাই মিল আছে৷ এই ভাইরাসের হামলায় প্রবল জ্বর আসে আক্রান্তের৷ সঙ্গে মাথা ও শরীরের মাংসপেশীতে প্রবল যন্ত্রণা হয়৷ ত্বকে দাগ দেখা যায়৷ চিকিৎসকদের আবেদন, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ তবে জ্বর এলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন৷                                                                

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement