প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কায় বন্দি ভারতীয় মৎস্যজীবীরা। জানা গিয়েছে, ২২ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কার নৌসেনা। সেই সঙ্গে আটক করা হয়েছে দুটি নৌকাও। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে আলোচনা করেছেন তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই। বারবার শ্রীলঙ্কা সেনার হাতে কেন হেনস্তার শিকার হচ্ছেন ভারতীয় মৎস্যজীবীরা, তার দ্রুত সমাধান করতে বিদেশমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।
জানা গিয়েছে, মৎস্যজীবীদের আটক করার ঘটনাটি ঘটেছে গত ২১ জুলাই। সেদিন ১২ জন ভারতীয়কে আটক করে লঙ্কার নৌসেনা। ঠিক দুদিন পরেই আরও ১০ মৎস্যজীবী ধরা পড়েন। জানা গিয়েছে, দুটি নৌকা নিয়ে তাঁরা গিয়েছিলেন মাছ ধরতে। ওই নৌকা দুটি যথাক্রমে আর অ্যান্টনি মহারাজা এবং জে অ্যান্টনি থেন ডানিলার নামে নথিভুক্ত রয়েছে। জুলাই মাসে এই নৌকাদুটিতে চেপেই ২২ জন মৎস্যজীবী বেরিয়েছিলেন মাছ ধরতে। তার পরেই সমুদ্র থেকে তাঁদের আটক করে শ্রীলঙ্কার নৌসেনা।
গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই। দিন কয়েক আগেই মৎস্যজীবীদের অবস্থা নিয়ে তিনি বৈঠক করেন এস জয়শংকরের সঙ্গে। মাছ ধরতে গিয়ে বারবার যেভাবে শ্রীলঙ্কার নৌসেনার হাতে লাঞ্ছিত হচ্ছেন ভারতীয়রা, সেই আচরণের সমাধানসূত্র চেয়েছেন বিজেপি নেতা।
তবে তাঁকে আশ্বস্ত করেছেন বিদেশমন্ত্রী। জানিয়েছেন, শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে এই সমস্যা মেটানো হবে। তবে বিষয়টিকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়। কারণ এই সমস্যার সঙ্গে জড়িয়ে রয়েছে আমজনতার জীবিকা। জয়শংকর জানান, সরকার এবং শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশনার ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। দিনকয়েক আগেই শ্রীলঙ্কায় আটকে থাকা ২০জনকে উদ্ধার করা হয়েছে। আগামীদিনে মৎস্যজীবীদের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন বিদেশমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.