Advertisement
Advertisement

‘একুশ শতক দুঃসময়’, সাম্প্রতিক পরিস্থিতিতে বিশ্বজনীন উদ্বেগ উস্তাদের কণ্ঠে

সরোদে নয়, কথায় কথায় আশঙ্কার সুর।

21st century is the worst: Sarod maestro
Published by: Sucheta Sengupta
  • Posted:January 28, 2019 2:07 pm
  • Updated:January 28, 2019 2:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আমির খান, শাহরুখ খান, নাসিরুদ্দিন শাহর পর এবার উস্তাদ আমজাদ আলি খান। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের সুর পাওয়া গেল তাঁর গলাতেও। শুধু দেশ নয়, বিশিষ্ট সঙ্গীতশিল্পীর মতে, একুশ শতক বিশ্বের এক দুঃসময়। যেখানে নিরাপত্তা নিয়ে প্রতি মুহূর্তে চিন্তিত থাকতে হচ্ছে।

সুর, তাল, লয়ের সঙ্গে সংসার তাঁর। তাঁর আঙুলের ছোঁয়ায় সরোদের তারে ওঠা সুরমূর্চ্ছনা ছড়িয়ে গিয়েছে আসমুদ্র হিমাচল।ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আকাশে এক নক্ষত্র – উস্তাদ আমজাদ আলি খান। আজীবন সঙ্গীতসাধক এই সরোদিয়া দেশবিদেশের বহু সম্মানের অধিকারী। সত্তর পেরিয়েও জারি রেখেছেন সুরের সাধনা। সঙ্গীত জগতের সকলেই জানেন, একান্ত নিভৃতবাসী, মৃদুভাষী মানুষটি অত্যন্ত নরম প্রকৃতির। এমন মানুষের হৃদয়ও আজ আশঙ্কায় দোদুল্যমান। সদ্য শেষ হওয়া কলকাতা সাহিত্য উৎসবে যোগ দিতে এসে আলাদা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমজাদ আলি খান। সেখানেই উদ্বেগ প্রকাশ করেন – ‘আমরা শান্তিকামী মানুষ। কিন্তু দুর্ভাগ্যবশত এখন রাজনীতি চলছে ধর্ম, ক্ষুদ্র স্বার্থের ভিত্তিতে। শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই এখন এ’ধরনের রাজনীতি চলছে। একুশ শতক আরও সাফল্যময়, শান্তিময় হয়ে উঠবে বলে আশা ছিল। বদলে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানুষজন যত্রতত্র যেতে ভয় পাচ্ছেন। কোথাও সুনিশ্চিত নিরাপত্তা নেই।’ বাবা হাফিজ আলি খানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের সকলের একজনই ভগবান, আমরা সকলে একই জাতি। আমি আশা করি প্রতিটি ধর্মের শীর্ষ গুরুরা এই বার্তাই ছড়িয়ে দেবেন।’ সবটা সরাসরি না বললেও, সত্তরোর্ধ্ব সরোদিয়ার নিশানায় যে সাম্প্রদায়িক বিভেদ উসকে তোলা শক্তি, তা বুঝতে অসুবিধা হয় না। এর আগেও শিল্প, সাহিত্য জগতের বিশিষ্টজনদের একাংশ এভাবেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার তাতে মিলে গেল সরোদিয়ার সুরও।

Advertisement

                                     [আর্থিক প্রতারণায় ‘প্রভাবশালী’ তত্ত্ব খারিজ, কে ডি সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

কলকাতা সাহিত্য সম্মেলনের মঞ্চে শিল্পে ভারতীয় ঐতিহ্যের প্রভাব সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত সরোদবাদকের উত্তর দেন, ‘যদি আপনি আলাদা কিছু করতে চান, যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, তাহলে ঐতিহ্যের মধ্যে থেকে আপনি তাতে নতুন মাত্র যোগ করতে পারেন। সুর যদি সুন্দর হয়, তাহলে রাগ তাতে আরও খেলে। তাই নবপ্রজন্মের সঙ্গীতশিল্পীদের বলব, সুর তৈরিতে বেশি মনোযোগ দিন।’ এপ্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সুরসৃষ্টির প্রসঙ্গ তুলে ফের তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement