মায়াঙ্ক প্রতাপ সিং
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্য নজির গড়ে দেশের সর্বকনিষ্ঠ বিচারপতি হচ্ছেন ২১ বছরের এক যুবক। গোলাপি শহর নামে খ্যাত রাজস্থানের জয়পুরের বাসিন্দা ওই যুবকের নাম মায়াঙ্ক প্রতাপ সিং। রাজস্থান জুডিশিয়াল সার্ভিসেস-২০১৮ পরীক্ষায় প্রথমবার বসেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। আর এর ফলে তৈরি করেছেন নতুন ইতিহাস।
এতদিন ২৩ বছর বয়স না হলে বিচারপতি নিয়োগের পরীক্ষায় বসা যেত না। কিন্তু, এবার রাজস্থানে এই আইন পরিবর্তন করে ন্যূনতম বয়সসীমা ২১ বছর করা হয়েছে। তার ফলেই এই পরীক্ষায় বসার সুযোগ পান মায়াঙ্ক। আর প্রথম সুযোগেই বাজিমাত করেছেন তিনি। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, আমাদের সমাজে একজন বিচারপতি অনেক সম্মান পান। তাঁর কাজটাও খুব গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এই বিষয়টা আমাকে খুব টানত। তাই ২০১৪ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এলএলবি কোর্সে ভরতি হই। এই বছরই সেই পড়াশোনা শেষ হয়েছে। তারপরই বিচারপতি নিয়োগের পরীক্ষাতে বসি। আর প্রথমবারে বসেই সফল হওয়ার জন্য আমার পরিবার, শিক্ষক ও প্রিয়জনদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যই এটা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ‘আগে ২৩ বছর বয়স না হলে বিচারপতি নিয়োগের পরীক্ষায় বসা যেত না। কিন্তু, এখন এই আইন বদলে যাওয়ার ফলে আদালতে শূন্য থাকা বিচারপতির পদগুলি পূরণ হবে। এতে উপকৃত হবেন অগণিত বিচারপ্রার্থী।’
ছোট থেকে যা স্বপ্ন দেখতেন তা পূরণ হয়েছে। এবার আগামীতে কী করবেন? এর উত্তরে মায়াঙ্ক বলেন, ‘বিচারপতি হওয়ার প্রথম শর্ত হল একজন সৎ মানুষ হওয়া। কোনও শক্তি দ্বারা প্রভাবিত হলে হবে না। সেই পথ ধরেই এগোতে চাই আমি। প্রচুর মানুষকে ন্যায়বিচার পাইয়ে দিতে চাই।’
Jaipur: 21-year-old Mayank Pratap Singh who cracked the Rajasthan judicial services 2018 exam is set to become the youngest judge in the country. He says,”I was always drawn towards the judicial services going by the importance & respect reserved for the judges in the society.” pic.twitter.com/8ETMtE1vyB
— ANI (@ANI) November 22, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.