Advertisement
Advertisement
Bihar

বিহারে দলিত অত্যাচার, শতাধিক বাড়ি জ্বালাল দুষ্কৃতীরা, NDA শাসনে ‘জঙ্গলরাজ’, বিঁধল কংগ্রেস

দুষ্কৃতীরা জবরদস্তি বাড়িতে ঢুকে মারধর করে বলেও অভিযোগ।

100 houses of Dalit Community set on fire in Bihar
Published by: Kishore Ghosh
  • Posted:September 19, 2024 1:07 pm
  • Updated:September 19, 2024 4:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোবলয়ে দলিতের উপর অত্যাচার অব্যাহত। এবারে বিহারের নওদা জেলায় দলিত সম্প্রদায়ের শতাধিক বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা। ঘরছাড়া হয়ে অসহায় অবস্থা ওই পরিবারগুলির সদস্যদের। এই ঘটনার মূলচক্রী-সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলিতের উপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছে বিরোধী আর জে ডি এবং কংগ্রেস। তাদের বক্তব্য, নীতীশের রাজ্যে এনডিএ সরকারের আমলে ‘জঙ্গলরাজ’ চলছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ৮০টি বাড়ি ভষ্মীভূত হয়েছে। যদিও পুলিশের দাবি, মোট ২১টি বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা জানান, দুষ্কৃতীরা জবরদস্তি বাড়িতে ঢুকে তাঁদের মারধর করে। এরপর শতাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এমনকী হুঁশিয়ারি দিতে শূন্যে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। যদিও নওদা জেলার পুলিশকর্তা অভিনব ধীমানের দাবি, গুলি চালানোর বিষয়টি রটনা, ঘটনাস্থলে বুলেটের খোল পায়নি পুলিশ।

Advertisement

দলিত অত্যাচারের ঘটনায় বিহারজুড়ে শাসক দলের প্রতি ক্ষোভ বাড়ছে। নিন্দার ঝড় উঠেছে। সুযোগ বুঝে আসর নেমেছে বিরোধী দলগুলি। আর জে ডি এবং কংগ্রেসের বক্তব্য, বিহারে এনডিএ শাসনে জঙ্গলরাজ চলছে। চাপের মুখে রাজ্য প্রশাসনের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পুলিশের এডিজিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন নীতীশ। সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement