Advertisement
Advertisement

Breaking News

2024 Major Events

রামমন্দির উদ্বোধন থেকে T-20 বিশ্বকাপ, ২০২৪-এ নজর কোন কোন দিকে?

বিদেশ থেকে দেশ, ক্রীড়াজগৎ থেকে রূপালি পর্দা সবক্ষেত্রেই ছিল ঘটনার ঘনঘটা।

2024 Major Events to keep eye on
Published by: Paramita Paul
  • Posted:December 29, 2023 3:57 pm
  • Updated:December 29, 2023 5:27 pm  

আরও একটা বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে। পুরনো বছরের হিসেব-নিকেশ মেলানোর পালা সাঙ্গ। নতুন বছর, নতুন ভোর, নতুন ডায়েরি, নতুন ব্যালান্স শিটের পালা। নতুন-নতুন অভিজ্ঞতা, নতুন-নতুন ঘটনা ঘটার পালা। চলতি বছর জুড়েও বিদেশ থেকে দেশ, ক্রীড়াজগৎ থেকে রূপালি পর্দা সবক্ষেত্রেই ছিল ঘটনার ঘনঘটা। একের পর এক দেশে যুদ্ধ বেঁধেছে, গদি উল্টেছে বহু রাষ্ট্রনেতার তেমনই আবার মন ছুঁয়ে গেছে বহু মানবিক ঘটনাও। ২০২৩-এর মতো নতুন বছরও হতে চলেছে ঘটনাবহুল। ২০২৪ সালে পা দেওয়ার আগে নতুন বছরের কোন কোন ঘটনার দিকে নজর থাকবে, তা দেখে নেওয়া যাক এক নজরে।   

রামমন্দির: বছরের শুরুতেই দেশবাসীর নজর থাকবে উত্তরপ্রদেশের অযোধ্যার দিকে। সব বিতর্ক পিছনে ফেলে নতুন বছরের প্রথম মাসেই রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে ২২ জানুয়ারি ৮ হাজার অতিথি ও অগণিত পুণ্যার্থীর সামনে উদ্বোধন হবে মন্দিরের। জানা গিয়েছে, আমন্ত্রিত ৭ হাজারের বেশি। এর মধ্যে ৩ হাজার ভিআইপি। সেই সমস্ত করসেবকের পরিবারের সদস্যরা অতিথি হিসেবে থাকবেন, রাম মন্দির আন্দোলনে যাঁদের মৃত্যু হয়েছিল। নবনির্মিত মন্দিরে থাকবেন সংঘপ্রধান মোহন ভাগবত, যোগগুরু রামদেব, ভিন্ন গোষ্ঠীর ৪ হাজার সন্ন্যাসী, লেখক, সাংবাদিক, বিজ্ঞানী-সহ বিশিষ্টজনেরা।

Advertisement

লোকসভা নির্বাচন: রাম মন্দির উদ্বোধনের পরই দেশবাসীর নজর থাকবে ব্যালট বাক্সে। নতুন বছরেই লোকসভা ভোট। এবারের লড়াই NDA বনাম INDIA। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুরসিতে বসবেন নরেন্দ্র মোদি নাকি নতুন প্রধানমন্ত্রী পাবে দেশ? বিজেপিকে হারিয়ে কংগ্রেস সমর্থিত জোটে ক্ষমতায় ফিরবে? সেই সমস্ত উত্তর পেতে মার্চ-এপ্রিল মাসজুড়ে দেশে ভোটযজ্ঞের দিকে নজর থাকবে দেশবাসীর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মার্চের মাঝামাঝি শুরু হয়েছে লোকসভা ভোটপ্রক্রিয়া। কয়েক দফায় হবে ভোটগ্রহণ।

গগনযান উৎক্ষেপণ: চন্দ্রযান ৩-এর পর ভারতের মুকুটে নতুন পালক জুড়তে পারে গগনযান। চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে নেমে চন্দ্রাভিযানের নয়া অধ্যায় তৈরি করেছে। এবার পাখির চোখ মহাশূন্যে মহাকাশচারী পাঠানো। সব ঠিকঠাক থাকলে নতুন বছরেই ভারতীয় নভোচরদের নিয়ে মহাকাশে রওনা দেবে গগনযান। এর জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছে ইসরো। সাধারণত মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকলে ঘর্ষণের ফলে মহাকাশযানে আগুন লাগার আশঙ্কা থাকে। কিন্তু গগনযানের ক্ষেত্রে যাতে তেমন না হয়, তা নিশ্চিত করতে চায় ইসরো। আর তা খতিয়ে দেখে তবেই আসল অভিযানে সবুজ সংকেত দেওয়া হবে।

হাসিনা-সুনাক-বাইডেনের ভাগ্য নির্ধারণ: নতুন বছরটা ভারতের জন্য ভূরাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিন ‘বন্ধু’ রাষ্ট্র-বাংলাদেশ, ব্রিটেন ও আমেরিকায় নির্বাচন রয়েছে চব্বিশে। ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন। হাসিনা সরকারের ভাগ্য নির্ধারণ হবে এই ভোটে। স্বাভাবিকভাবেই ভোটের ফলে উপর নির্ভর করবে ভারতের সঙ্গে ঢাকার ভবিষ্যতের সম্পর্ক। আদৌ বাংলাদেশ ‘ভারত বন্ধু’ থাকবে নাকি ভারত বিদ্বেষকে ইন্ধন জোগাবে তা স্পষ্ট হয়ে যাবে জানুয়ারিতেই। শুধু বাংলাদেশ নয়, ২০২৪ সালে ভোট রয়েছে ব্রিটেনেও। নির্ধারিত হবে ঋষি সুনাকের ভাগ্যও। কনজারভেটিভ দলকে সরিয়ে লেবার পার্টি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্তি বাণিজ্য চুক্তির শর্তেও বদল আসতে পারে। তাতে ভারত কতটা সুবিধা হবে, তা জানতে নজর থাকবে ব্রিটেনের নির্বাচনের দিকেও। এ বছর ভোট রয়েছে আমেরিকায়। জো বাইডেন নাকি অন্য কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসবে, ভারতকে নিয়ে তাদের অবস্থান কী হবে, সেদিকেও নজর রাখবে নয়াদিল্লি।

প্যারিস অলিম্পিক: নতুন বছরে অলিম্পিকের আসর বসছে সেন নদীর তীরে-প্যারিসে। ক্রীড়াপ্রেমীদের ৪ বছরের অপেক্ষা শেষ। ২৬ জুলাই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর। শেষ হবে ১১ আগস্ট। এর মধ্যে মশাল নিয়ে বিশ্বের ৪০০ শহরে ঘোরার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অংশগ্রহণকারী সকল দেশই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

[আরও পড়ুন: বছরের শেষে দেশের সবচেয়ে বড় ডোপিং বিতর্ক! ব্যর্থ হয়ে নির্বাসিত ২৫জন অ্যাথলিট]

বিশ-বিশের যুদ্ধ: ৫০ ওভারের বিশ্বকাপে ঠোঁট আর কাপের দূরত্ব ঘোচেনি। ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বসেরা হওয়ার সুযোগ। নতুন বছরে সেই আক্ষেপ কিছুটা ঘোচানোর সুযোগ থাকছে মেন ইন ব্লু ব্রিগেডের কাছে। কারণ জুন মাসেই আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-২০ ওয়ার্ল্ড কাপ। অংশ নেবে ২০টি দেশ। সেখানেই এবার বিশ্বকাপ হাতে তোলার সুযোগ থাকছে ভারতীয় দলের কাছে। স্বাভাবিকভাবেই বছরের শেষ থেকেই অধার মাধুরীকে ছোঁয়ার আশায় বুক বাঁধছে ক্রিকেটপ্রেমী ভারতীয়রা।

দিঘার জগন্নাথ মন্দির: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলা রামমন্দির নিয়ে কৌতূহলের অন্ত নেই। এবছর শুধু অযোধ্যার রাম মন্দির নয়, এপ্রিল মাসে উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরেরও। ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে দিঘায়। নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে তৈরি হচ্ছে মন্দির। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ‌্য সরকার। নতুন বছরে উদ্বোধন হবে এই মন্দিরেরও।

টাইগার ভার্সেস পাঠান: ‘টাইগার ভার্সেস পাঠান’ নামে ছবি তৈরি করতে চলেছে যশ রাজ ফিল্মস। চিত্রনাট্য শুনে শাহরুখ, সলমন ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর শুটিং হবে। যশ রাজ ফিল্মসের আরেক স্পাই ‘কবীর’ ওরফে হৃত্বিক রোশনকে দেখা যাবে কিনা, সেই বিষয়ে এখনও কোনওরকম তথ্য জানা যায়নি। কিন্তু এই ছবি যে বক্স অফিসে ঝড় তুলে দেবে, তা নিঃসন্দেহে বলা যায়।

[আরও পড়ুন: ফের রাবাডার বিরুদ্ধে পেসে বিদ্ধ রোহিত! বিদেশে টিম ইন্ডিয়ার অধিনায়কের লজ্জার পরিসংখ্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement