গ্রাফিক্স: সুলগ্না ঘোষ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দেশজুড়ে চলছে সপ্তম দফার নির্বাচন। দেড় মাস ব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে। একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই দফায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়- সকলেই রয়েছেন এই দফার প্রার্থী তালিকায়। তবে নজর কাড়ছে শেষ দফার প্রার্থীদের সম্পত্তির পরিমাণও।
শনিবার ৫৭ আসনে নির্বাচন (2024 Lok Sabha Election) হচ্ছে গোটা দেশে। এই পর্বে বাংলার ৯ আসনে ভোট। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে নির্বাচন হবে। এই ৫৭ আসনে লড়াইয়ে রয়েছেন ৯০৪ জন প্রার্থী। আগেরবার ৫৭টির মধ্যে ২৫টি ছিল বিজেপির দখলে। কংগ্রেসের (Congress) দখলে ছিল ১৩টি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সপ্তম দফার প্রার্থীদের এক তৃতীয়াংশই কোটিপতি। ৯০৪ জনের মধ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৯৯। সর্বাধিক কোটিপতি প্রার্থী রয়েছেন পাঞ্জাবে (Punjab)। এই রাজ্য থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সপ্তম দফার ধনীতম প্রার্থী হরসিমরত কৌর বাদল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভাটিন্ডা কেন্দ্র থেকে লড়ছেন শিরোমনি অকালি দলের হয়ে। ধনীতমদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির (BJP) বৈজয়ন্ত পণ্ডিত, ওড়িশার কেন্দ্রপাড়া থেকে। এছাড়াও হিমাচল প্রদেশের মাণ্ডিতে কঙ্গনা রানাউত এবং বিক্রমাদিত্য সিং- দুই প্রার্থীই কোটিপতি। তবে কোটিপতিদের মধ্যে সবচেয়ে নজরকাড়া নাম- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সবমিলিয়ে ৩ কোটির কিছু বেশি সম্পত্তি রয়েছে তাঁর। ১ কোটি টাকা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
দরিদ্রতম প্রার্থীদের তালিকায় সবচেয়ে উপরে রয়েছেন ভানুমতী দাস। উৎকল সমাজের প্রতিনিধি ওড়িশার জগৎসিংপুর থেকে লড়ছেন তিনি। ১৫০০ টাকার সম্পত্তি রয়েছে তাঁর হাতে। দরিদ্রতম প্রার্থীদের তালিকায় রয়েছেন বাংলার দুজনও। যাদবপুর কেন্দ্রের নির্দল প্রার্থী বলরাম মণ্ডলের হাতে রয়েছে ২৫০০ টাকা। অন্যদিকে, কলকাতার উত্তর কেন্দ্রের নির্দল প্রার্থী স্বপন দাসের সম্পত্তির পরিমাণ ২৭০০টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.