সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা জুন মাণ্ডি লোকসভা কেন্দ্রে পদ্মপ্রার্থী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ভাগ্যপরীক্ষা। প্রথমবার ভোটের (2024 Lok Sabha Election) ময়দানে বলিউড অভিনেত্রী। হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্র থেকে বিজেপির তুরুপের তাস কঙ্গনা। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই গত দেড় মাস ধরে প্রচারের ময়দানে একপ্রকার ঝড় তুলে দিয়েছেন ‘ক্যুইন’। প্রচারের অন্তিমলগ্নেও দাপুটে কঙ্গনাকে দেখল হিমাচল। সম্প্রতি তাঁর হয়ে প্রচার করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আর সেই প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় কথা ফাঁস করলেন কঙ্গনা রানাউত।
অভিনেত্রী জানালেন, যোগী তাঁর কাছে দাদাসম। কঙ্গনার কথায়, “আমি মনে করতাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সম্পর্কের কোনও মূল্য নেই। কিন্তু যখন দেখা করলাম, যোগীজি আমাকে বললেন- তুমি আমার ছোট বোন। তুমি ক্ষত্রিয়। আর আমাদের শরীরে একই রক্ত বইছে। যেদিন তুমি উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি দিয়েছিলে, সেদিন থেকেই তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে।” ভোটবাক্সে কঙ্গনা রানাউতের ভাগ্যগণনার প্রাক্কালে খোদ আদিত্যনাথ গিয়েছিলেন তাঁর হয়ে নির্বাচনী প্রচার সারতে। কুলুর বাসিন্দাদের কাছে বলিউড অভিনেত্রীর হয়ে ভোটও চাইলেন তিনি। এর আগেও অবশ্য অভিনেত্রী কঙ্গনার প্রশংসা করেছেন আদিত্যনাথ। ‘তেজস’ দেখে তাঁর চোখ ভিজেছিল।
প্রসঙ্গত, ‘ক্যুইন’-এর বিরুদ্ধে কংগ্রেসের তরফে লড়ছেন সেখানকার ‘রাজপুত্র’ বিক্রমাদিত্য সিং। যাঁর পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও বেশ পোক্ত। মা-বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে। ফিল্মিদুনিয়ার মতো রাজনীতির ময়দানেও তাঁর পিছু ছাড়েনি ‘নেপো কিড’! অতঃপর মাণ্ডির পিচে কঙ্গনার লড়াই যে বেশ চ্যালেঞ্জের, তা বলাই বাহুল্য। যদিও প্রচারের ময়দানে ‘রাজা’কে নিত্যদিন গরম সংলাপে কিস্তিমাত দিয়েছেন ‘ক্যুইন’। এবার ৪ জুন ভোট মার্কশিটে কত নম্বর পান? সেটাই দেখার পালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.