Advertisement
Advertisement
Noida

দূষিত জল খেয়ে নয়ডায় অসুস্থ শতাধিক! হাসপাতালে আশঙ্কাজনক শিশুরাও

দু’দিন আগে আবাসনের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছিল।

200 People Fall Sick After Contaminated Water at Noida
Published by: Kishore Ghosh
  • Posted:September 3, 2024 5:10 pm
  • Updated:September 3, 2024 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষিত জল খেয়ে নয়ডার আবাসনে অসুস্থ ২০০ জন। তাদের মধ্যে রয়েছে শিশুরাও। সোমবার বিকেল থেকেই গ্রেটার নয়ডার ইকো ভিলেজ-২ সোসাইটিতে চাঞ্চল্য ছড়ায়। অসুস্থ হতে থাকেন একের পর এক বাসিন্দা। বলা হচ্ছে, গোটা অ্যাপার্টমেন্টের প্রত্যেক পরিবারে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বক্তব্য, দূষিত জল খেয়েই গোটা আবাসনের এই অবস্থা হয়েছে। বাসিন্দারাও অভিযোগ করেছেন, দু’দিন আগে আবাসনের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছিল। এর জন্য এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় জলের ট্যাঙ্কে। সেই রাসায়নিক পুরোপুরি পরিষ্কার না করেই ট্যাঙ্কে জল ভরা হয়েছিল। ওই জল ঘরে ঘরে পৌঁছে যায়। যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন বাসিন্দারা। বেলা বাড়তেই ক্লিনিকে ভিড় বাড়তে থাকে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চার শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

অসুস্থদের উপসর্গ মোটামুটি এক। পেটে প্রবল ব্যথা এবং বমি। মূলত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আবাসনের বাসিন্দারা। বারবার শৌচালয়ে যেতে হচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছে, আপাতত আবাসনের ট্যাঙ্কের জল খাওয়া যাবে না। জল কিনে খাওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

[আরও পড়ুন: ‘অনেকটা পথ বাকি…’, ধর্ষণ বিরোধী বিল নিয়ে ডেরেকের পোস্টে রবার্ট ফ্রস্টের কবিতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement